ত্রিশুর (কেরল), 17 জানুয়ারি: বুধবার সকালে কেরলের বিখ্যাত ভগবান কৃষ্ণের মন্দির গুরুভায়ুরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী 'মুন্ডু' এবং 'ভেষ্টি' (সাদা শাল) কেরলের ঐতিহ্যবাহী পোশাক পরে মন্দিরে এ দিন পুজো করেন । মোদির এই সফরকে ঘিরে ভোর থেকেই মন্দির চত্বরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছিল পুলিশ ।
প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সকাল 7টা 35 মিনিটে গুরুবায়ুরে পৌঁছেছিলেন ৷ তাঁর কপ্টার শ্রীকৃষ্ণ কলেজ মাঠে অবতরণ করে ৷ যেখানে কয়েকশো বিজেপি সমর্থক ও কর্মী তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন । প্রধানমন্ত্রী আসবে শুনে কয়েকঘণ্টা ধরে তাঁরা সেখানে অপেক্ষা করছিলেন ৷ হেলিপ্যাডে বিজেপির পতাকা নেড়ে এবং গেরুয়া রঙের টুপি পরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় সব বয়সের কর্মী-সমর্থকেরা । হেলিপ্যাড থেকে মোদি সোজা শ্রীভালসাম গেস্ট হাউসে যান ৷ তিনি মন্দিরে পুজো করতে যাওয়ার আগে এই গেস্ট হাউসে পোশাক পরবর্তন করেন এবং কেরলের ঐতিহ্যবাহী পোশাকে নিজেকে সাজিয়ে তোলেন । এরপর প্রধানমন্ত্রী কৃষ্ণ মন্দিরে গিয়ে পুজো সারেন ৷
জানা গিয়েছে, পুজোর পর নরেন্দ্র মোদি কেরলের অভিনেতা ও রাজনীতিবিদ সুরেশ গোপীর মেয়ের বিয়েতে যোগ দেবেন । তারপরে ত্রিশুর জেলার ত্রিপ্রয়ার শ্রী রাম স্বামী মন্দিরে প্রার্থনা সেরে প্রধানমন্ত্রী কোচিতে ফিরে যাবেন ৷ কোচিতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন ।