নয়া দিল্লি, 26 সেপ্টেম্বর : দেশের নদীগুলিকে দূষণমুক্ত করতে হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 81তম 'মন কি বাত' অনুষ্ঠানে উঠে এল নদীর কথা ৷ আজ 'বিশ্ব নদী দিবস' ৷ যে দিন সকলের দেশের নদীগুলির নিঃস্বার্থপর ভাবে জল দেওয়ার কথা মনে রাখা উচিত ৷
বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী দেশজুড়ে সকলকে 'নদী উৎসব' পালনের আবেদন জানালেন এবং প্রতি বছর এই উৎসবের আয়োজনের অনুরোধ করলেন ৷ দেশের নদীগুলিকে দূষণমুক্ত করতে 'নমামি গঙ্গে' (Namami Gange Programme) শুরু করা হয়েছিল ৷ এই প্রকল্পের জন্য অর্থ সঞ্চয়ের উদ্দেশ্যে মোদি অনলাইন নিলামের (E-auction) কথা বলেন ৷ একটি ওয়েবসাইটে (https://PMMEMENTOS.GOV.IN) তাঁকে পাঠানো উপহারগুলি নিলামে বিক্রি করার প্রক্রিয়া চলছে ৷ এই অর্থ যাবে "নমামি গঙ্গে" প্রকল্পের প্রচারে ৷
তামিলনাড়ুর নাগা নদী শুকিয়ে গিয়েছিল ৷ কিন্তু গ্রামের মহিলাদের তৎপরতায় সেই নদীতে এখন পর্যাপ্ত জল রয়েছে ৷ ভারতের পশ্চিমে বিশেষত গুজরাত আর রাজস্থানে জলের প্রচণ্ড অভাব রয়েছে ৷ তাই বর্ষা শুরুর আগে গুজরাতে মানুষ 'জল-জিলানি একাদশী' (Jal-Jilani Ekadashi) উৎসব পালন করে ৷ যার মানে 'বৃষ্টি ধরো' (Catch the Rain), জানালেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন : Narendra Modi : রেডিয়োয় সংস্কৃত ভাষায় অনুষ্ঠান করছেন গুজরাতের রেডিয়ো জকি, মন কি বাত-এ জানালেন মোদি