নয়াদিল্লি, 16 অগস্ট: টোকিয়ো অলিম্পিকসে সফল ক্রীড়াবিদদের নিজের বাসভবনে ডেকে আপ্যায়ন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ কথা রাখলেন তিনি ৷ শাটলার সিন্ধুকে (PV Sindhu) বলেছিলেন আইসক্রম খাওয়াবেন, তাই খাওয়ালেন ৷ টোকিয়োয় জ্যাভলিন ছুড়ে দেশের জন্য সোনার পদক আনা নীরজ চোপড়াকে (Neeraj Chopra) খাওয়ালেন নীরজের পছন্দের চুরমা ও ফুচকা ৷
শুধু সিন্ধু আর নীরজই নয়, এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে প্রাতঃরাশ সারেন টোকিয়ো অলিম্পিকসে সফল সব ক্রীড়াবিদ ৷ এবারের অলিম্পিকসে সোনা জিতেছেন নীরজ। ব্রোঞ্জ জিতেছেন হায়দরাবাদের মেয়ে পিভি সিন্ধু । ভারোত্তোলনে রুপো জিতেছেন মীরাবাই চানু (Saikhom Mirabai Chanu) । অন্যদিকে রবি দাহিয়া (Rabi Dahiya) ও বজরং পুনিয়া (Bajrang Punia) ফ্রি-স্টাইল কুস্তিতে যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ পদক জিতেছেন ৷