মাইসোর, 9 এপ্রিল: বন্যপ্রাণী পাচার রুখতে ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্সের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ তিনি কর্ণাটক সফরে ৷ সকালে বন্দিপুর ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প ও তারপর মুদুমালাইয়ে হাতির ক্যাম্পে যান নরেন্দ্র মোদি ৷ এরপর মাইসোরে একটি অনুষ্ঠানে এই আইবিসিএ-র আনুষ্ঠানিক সূচনা করেন তিনি ৷ পাশাপাশি 'কোমেমোরেশন অফ ফিফটি ইয়ার্স অফ প্রজেক্ট টাইগার'-এর উদ্বোধন করেন ৷ প্রসঙ্গত, 1973 সালের নভেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দির গান্ধি বাঘ ও এই প্রজাতির প্রাণীদের সংরক্ষণে প্রজেক্ট টাইগারের সূচনা করেছিলেন ৷
রবিবারের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পঞ্চমতম অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনের রিপোর্ট প্রকাশ করেন ৷ প্রোজেক্ট টাইগারের 50 বছর পূর্তিতে একটি 50 টাকার স্মরণীয় কয়েনও প্রকাশ করেন তিনি ৷ বন্দিপুর টাইগার রিজার্ভে গিয়ে প্রধানমন্ত্রী সেখানকার কর্মী, সেলফ হেল্প গ্রুপের কর্মীদের সঙ্গে কথা বলেন ৷ 2019 সালের জুলাই মাসে এশিয়ায় সাতটি প্রধান বিগ ক্যাটের সংরক্ষণে জোর দিতে দুনিয়ার রাষ্ট্রনেতাদের আহ্বান জানিয়েছিলেন ৷ এশিয়ার বন্যপ্রাণ রক্ষা ও বেআইনি পাচার আটকাতে এই উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সাতটি বিগ ক্যাট- বাঘ, সিংহ, চিতা, স্নো লেপার্ড, চিতাবাঘ, পুমা, জাগুয়ার ৷