পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Narendra Modi: ভার্চুয়ালি বাংলার বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী ! - Suvendu Adhikari

আজ, শুক্রবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) একগুচ্ছ কর্মসূচি ছিল ৷ তার মধ্যে অন্যতম ছিল বাংলার জন্য প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন ৷ মায়ের প্রয়াণের জেরে সশরীরে সেই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে পারছেন না প্রধানমন্ত্রী ৷ সূত্রের খবর, ভার্চুয়ালি তিনি উদ্বোধন করবেন ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Dec 30, 2022, 9:50 AM IST

Updated : Dec 30, 2022, 10:39 AM IST

নয়াদিল্ল, 30 ডিসেম্বর: মায়ের প্রয়াণের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) কলকাতার কর্মসূচি বাতিল হয়েছে ৷ তবে আজ, শুক্রবারই নির্ধারিত সূচি মেনেই উদ্বোধন হচ্ছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ৷ সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থার তরফে এই খবর দেওয়া হয়েছে ৷

শুক্রবার কলকাতায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি ছিল ৷ সেই তালিকায় হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Howrah-NJP Vande Bharat Express) ট্রেনের উদ্বোধন তো ছিলই, একই সঙ্গে রেলের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতেন তিনি ৷ তার মধ্যে জোকা-বিবাদী বাগ মেট্রোর (Joka-BBD Bag Metro) তারাতলা পর্যন্ত অংশের সূচনাও করার কথা ছিল তাঁর ৷

রেলের কর্মসূচি সেরে তাঁর যোগ দেওয়ার কথা ছিল নেভি হাউজে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে (National Ganga Council Meeting) ৷ সেখানে তিনি ছাড়াও বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)-সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা ৷ কিন্তু ভোরে মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি নয়াদিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেন ৷ তখনই সরকারি তরফে জানা যায় যে কলকাতা সফর বাতিল হয়েছে প্রধানমন্ত্রীর ৷

পরে সরকারি সূত্র থেকে জানা গিয়েছে যে সফর বাতিল হলেও নির্ধারিত কর্মসূচি বাতিল হচ্ছে না ৷ নির্ধারিত সূচি মেনেই হাওড়া স্টেশন থেকে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে ৷ ভার্চুয়ালি মোদি সেই ট্রেনের সূচনা করবেন ৷ একই সঙ্গে তিনি উদ্বোধন ও শিলান্যাস করবেন রেলের অন্যান্য প্রকল্পগুলির ৷ পাশাপাশি জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও তিনি ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন ৷

হাওড়ার অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ আরও অনেকের উপস্থিত থাকার কথা ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, দেড় বছরের বেশি সময় পর পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছিলেন প্রধানমন্ত্রী ৷ 2021 এর শুরু থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বেশ কয়েকবার বাংলার এসেছেন মোদি ৷ একটি সরকারি অনুষ্ঠান ছাড়া বাকিগুলিতে তিনি বিধানসভা নির্বাচনের প্রচার করেছিলেন ৷ প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানিয়েছিলেন তিনি ৷

কিন্তু ভোটের লড়াইয়ে মমতার কাছে হার স্বীকার করতে হয় মোদির বিজেপিকে ৷ তার পর থেকে আর বাংলায় আসেননি প্রধানমন্ত্রী ৷ এর মধ্যে দিল্লিতে বেশ কয়েকবার মমতা ও মোদি মুখোমুখি হয়েছেন ৷ কখনও একান্ত বৈঠক হয়েছে ৷ কখনও আবার নীতি আয়োগ বা জি20-র প্রস্তুতি বৈঠকে দু’জনের দেখা হয়েছে ৷ কিন্তু বাংলার মাটিতে বিধানসভার ভোটের এই প্রথম কোনও অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যেত জাতীয় রাজনীতির এই দুই কুশীলবকে ৷

আরও পড়ুন:প্রয়াত প্রধানমন্ত্রীর মা, শোকস্তব্ধ দেশ

Last Updated : Dec 30, 2022, 10:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details