নয়াদিল্ল, 30 ডিসেম্বর: মায়ের প্রয়াণের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) কলকাতার কর্মসূচি বাতিল হয়েছে ৷ তবে আজ, শুক্রবারই নির্ধারিত সূচি মেনেই উদ্বোধন হচ্ছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ৷ সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থার তরফে এই খবর দেওয়া হয়েছে ৷
শুক্রবার কলকাতায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি ছিল ৷ সেই তালিকায় হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Howrah-NJP Vande Bharat Express) ট্রেনের উদ্বোধন তো ছিলই, একই সঙ্গে রেলের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতেন তিনি ৷ তার মধ্যে জোকা-বিবাদী বাগ মেট্রোর (Joka-BBD Bag Metro) তারাতলা পর্যন্ত অংশের সূচনাও করার কথা ছিল তাঁর ৷
রেলের কর্মসূচি সেরে তাঁর যোগ দেওয়ার কথা ছিল নেভি হাউজে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে (National Ganga Council Meeting) ৷ সেখানে তিনি ছাড়াও বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)-সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা ৷ কিন্তু ভোরে মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি নয়াদিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেন ৷ তখনই সরকারি তরফে জানা যায় যে কলকাতা সফর বাতিল হয়েছে প্রধানমন্ত্রীর ৷
পরে সরকারি সূত্র থেকে জানা গিয়েছে যে সফর বাতিল হলেও নির্ধারিত কর্মসূচি বাতিল হচ্ছে না ৷ নির্ধারিত সূচি মেনেই হাওড়া স্টেশন থেকে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে ৷ ভার্চুয়ালি মোদি সেই ট্রেনের সূচনা করবেন ৷ একই সঙ্গে তিনি উদ্বোধন ও শিলান্যাস করবেন রেলের অন্যান্য প্রকল্পগুলির ৷ পাশাপাশি জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও তিনি ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন ৷