নয়াদিল্লি, 26 জানুয়ারি :এবছর 73তম সাধারণতন্ত্র দিবস পালন করছে দেশবাসী ৷ 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার দিনটিকে প্রতিবছরই পালন করা হয় মর্যাদার সঙ্গে ৷ রাজধানী দিল্লির রাজপথ কুচকাওয়াজ ও বর্ণাঢ্য উৎসবে মুখর হয়ে ওঠে ৷ সেই উপলক্ষেই আজ সারা দেশে সাজ সাজ রব ৷ ইতিমধ্যেই টুইট করে দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Modi Mamata greets nation on Republic Day) ৷
টুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‘দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা ৷ জয় হিন্দ ৷’’ দিল্লির রাজপথে বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নেবেন প্রধানমন্ত্রী ৷