পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi on Cleanliness Campaign : ব্যক্তিগত উদ্যোগে স্বচ্ছতা অভিযানের প্রশংসা প্রধানমন্ত্রীর - PM Narendra Modi Louds for Individual Efforts for Cleanliness Campaign in Mann Ki Baat

87তম মন কি বাতের ভাষণে ব্যক্তিগত উদ্যোগে স্বচ্ছতা অভিযান চালানো ব্যক্তিদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi Louds for Individual Efforts for Cleanliness Campaign in Mann Ki Baat) ৷ যেখানে মহারাষ্ট্রের চন্দ্রকিশোর পাটিল এবং পুরীর রাহুল মহারানার মত ব্যক্তিদের কথা বলেছেন মোদি ৷ কীভাবে তাঁরা একক উদ্যোগে নিজেদের আশেপাশের এলাকাকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করছেন, তা তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷

PM Narendra Modi Louds for Individual Efforts for Cleanliness Campaign in Mann Ki Baat
PM Narendra Modi Louds for Individual Efforts for Cleanliness Campaign in Mann Ki Baat

By

Published : Mar 27, 2022, 1:57 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ : স্বচ্ছতা নিয়ে ব্যক্তিগত উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ রবিবার মন কি বাতের ভাষণে সমাজসেবীদের ব্যক্তিগত উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযানের প্রশংসা করেন তিনি (PM Narendra Modi Louds for Individual Efforts for Cleanliness Campaign in Mann Ki Baat) ৷ বিশেষ করে গঙ্গার দূষণ রোধে মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা চন্দ্রকিশোর পাটিলের কাজের প্রশংসা শোনা যায় মোদির গলায় ৷

আজ মন কি বাতের 87তম পর্ব ছিল ৷ যেখানে ব্যক্তিগত উদ্যোগে স্বচ্ছ ভারত মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ দু’জন ব্যক্তির কথা বলেন প্রধানমন্ত্রী ৷ যাঁদের মধ্যে একজন মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা চন্দ্রকিশোর পাটিল ৷ মোদি বলেন, চন্দ্রকিশোর পাটিল নদীতে আবর্জনা না ফেলার জন্য লাগাতার লোকজনকে বুঝিয়ে চলেছেন ৷ নদীকে দূষণমুক্ত করতে সবাইকে উৎসাহ দিয়ে চলেছেন তিনি ৷

মোদি তাঁর ভাষণে বলেন, ‘‘চন্দ্রকিশোর পাটিল একজন সত্যিকারের স্বচ্ছতাপ্রেমী ব্যক্তি ৷ তিনি মহারাষ্ট্রের নাসিকে থাকেন ৷ তিনি স্বচ্ছতা অভিযানের কাজ মন থেকে করেন ৷ গোদাবরী নদীর তীরে থাকেন তিনি ৷ সেখানকার মানুষকে নদীতে আবর্জনা না ফেলার জন্য প্রতিনিয়ত বুঝিয়ে চলেছেন ৷ তিনি যদি এমনটা কাউকে করতে দেখেন ৷ তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে আটকান ৷ এই কাজে চন্দ্রকিশোর তাঁর অনেকটা সময় ব্যয় করেন ৷’’

আরও পড়ুন : PM Addresses Matua Society : মতুয়া ধর্মমেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ, রাজনীতি দেখছেন মমতাবালা

এর পর পুরীর বাসিন্দা রাহুল মহারানার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘আরেক স্বচ্ছতাপ্রেমী হলেন, রাহুল মহারানা ৷ তিনি পুরীর বাসিন্দা ৷ উনি পুরীর ধর্মীস্থানে প্রতি রবিবার সকালে যান এবং সেখানে পড়ে থাকা প্লাস্টিকের আবর্জনা পরিষ্কার করেন ৷ তিনি এখনও পর্যন্ত একশো কিলোর বেশি প্লাস্টিক আবর্জনা পরিষ্কার করেছেন ৷’’

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details