পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Narendra Modi: 2014-র আগে দুর্নীতি করে গরিবদের অর্থ লুট করা হয়েছে, মোদির নিশানায় বিরোধীরা - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

PM Narendra Modi slams Opposition on Corruption Issue: নীতি আয়োগের রিপোর্টের হাতিয়ার করে বিরোধীদের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, 2014 সালের আগে দুর্নীতি করে গরিব মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে ৷

PM Narendra Modi
PM Narendra Modi

By

Published : Aug 21, 2023, 3:49 PM IST

নয়াদিল্লি, 21 অগস্ট: ফের বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, 2014 সালের আগে দুর্নীতি করে দরিদ্রদের অধিকার লুট করা হয়েছে ৷ একই সঙ্গে তাঁর আরও দাবি, তাঁর সরকার আসার পর পরিস্থিতির অনেক বদল হয়েছে ৷ এই নিয়ে তিনি নীতি আয়োগের একটি রিপোর্ট তুলে ধরেছেন ৷ সেই রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ বছরে ভারতে 13.50 কোটি মানুষ বিপিএল থেকে বেরিয়ে আসতে পেরেছেন ৷ তাঁরা এখন দারিদ্রসীমার ঊর্ধ্বে জীবনযাপন করেন ৷

প্রধানমন্ত্রীর আরও দাবি, সরকার সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে বলেই এটা সম্ভব হচ্ছে ৷ তাছাড়া সাধারণ নাগরিকের করের টাকা ভালো কাজে ব্যবহার হচ্ছে, এটা বুঝতে পেরে আয়কর দাতার সংখ্যা বাড়ছে ক্রমশ ৷ নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, গত ন’বছরে আয়কর রিটার্নের সংখ্যা 13 লক্ষ বেড়েছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘দুর্নীতি ও কেলেঙ্কারির যুগে 2014 সালের আগে অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর আগেই দরিদ্রদের অধিকার ও তাঁদের অর্থ লুট করা হত । এখন, প্রতিটি পয়সা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে ৷ সিস্টেমের মধ্য়ে থাকা এই লিকেজ বন্ধ করে অর্থ দরিদ্রদের কল্যাণে আরও অর্থ ব্যয় করা হচ্ছে ৷’’

সোমবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের সিএম রাইজ গভর্নমেন্ট মহাত্মা গান্ধি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ-কাম-ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানেই তিনি এই কথা জানান ৷ প্রধানমন্ত্রী জানান, অমৃতকাল-এর প্রথম বছরেই ইতিবাচক খবর আসতে শুরু করেছে ৷ যার ফলে সমৃদ্ধি ক্রমবর্ধমান ও দারিদ্র্য হ্রাস পাচ্ছে । মানুষ নিম্ন থেকে উচ্চ আয়ের গোষ্ঠীতে চলে আসছেন ৷

প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, তথ্য বলছে যে বিভিন্ন ক্ষেত্রে শক্তি বৃদ্ধি পাচ্ছে ৷ কর্মসংস্থান তৈরি হচ্ছে ৷ নাগরিকদের বিশ্বাস বেড়েছে । প্রতিটি পয়সা দেশের উন্নয়নে ব্যয় হবে এই বিশ্বাস নিয়ে সাধারণ মানুষ তাঁদের কর জমা দিচ্ছেন ৷ সেই কারণেই দেশের অর্থনীতি 2014 সালের দশম অবস্থান থেকে এখন বিশ্বের পঞ্চম স্থানে পৌঁছেছে ।

আরও পড়ুন:জি20 সম্মলনে ডিজিটাল অর্থনীতিতে ভারতের অগ্রগতি তুলে ধরলেন মোদি

ABOUT THE AUTHOR

...view details