নয়াদিল্লি, 21 অগস্ট: ফের বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, 2014 সালের আগে দুর্নীতি করে দরিদ্রদের অধিকার লুট করা হয়েছে ৷ একই সঙ্গে তাঁর আরও দাবি, তাঁর সরকার আসার পর পরিস্থিতির অনেক বদল হয়েছে ৷ এই নিয়ে তিনি নীতি আয়োগের একটি রিপোর্ট তুলে ধরেছেন ৷ সেই রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ বছরে ভারতে 13.50 কোটি মানুষ বিপিএল থেকে বেরিয়ে আসতে পেরেছেন ৷ তাঁরা এখন দারিদ্রসীমার ঊর্ধ্বে জীবনযাপন করেন ৷
প্রধানমন্ত্রীর আরও দাবি, সরকার সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে বলেই এটা সম্ভব হচ্ছে ৷ তাছাড়া সাধারণ নাগরিকের করের টাকা ভালো কাজে ব্যবহার হচ্ছে, এটা বুঝতে পেরে আয়কর দাতার সংখ্যা বাড়ছে ক্রমশ ৷ নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, গত ন’বছরে আয়কর রিটার্নের সংখ্যা 13 লক্ষ বেড়েছে ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘দুর্নীতি ও কেলেঙ্কারির যুগে 2014 সালের আগে অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর আগেই দরিদ্রদের অধিকার ও তাঁদের অর্থ লুট করা হত । এখন, প্রতিটি পয়সা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে ৷ সিস্টেমের মধ্য়ে থাকা এই লিকেজ বন্ধ করে অর্থ দরিদ্রদের কল্যাণে আরও অর্থ ব্যয় করা হচ্ছে ৷’’