নয়াদিল্লি, 19 জানুয়ারি : 15 থেকে 18 বছর বয়সিদের মধ্যে করোনার টিকা নেওয়ার উৎসাহ দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ করোনার বিরুদ্ধে জয় পেতে এই ধারাকে বজায় রাখার বার্তা দিলেন তিনি (Narendra Modi Lauds Youngsters for Getting Vaccinated) ৷ মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডভিয়া একটি টুইট করেন ৷ যে টুইটে তিনি জানান, দেশের 15-18 বছর বয়সি বাচ্চাদের মধ্যে 50 শতাংশের বেশি তাদের টিকার প্রথম ডোজ নিয়েছে ৷ স্বাস্থ্য মন্ত্রীর এই টুইটের নিরিখেই উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর টুইটটি শেয়ার করে মোদি লেখেন, ‘‘তরুণ এবং যুব ভারত পথ দেখাচ্ছে ! এটা খুবই উৎসাহ দেওয়ার মতো খবর ৷ এই ধারা বজায় রাখতে হবে ৷ টিকাকরণ করানো এবং কোভিড-19 সংক্রান্ত নিয়মাবলী মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ ৷ আমরা একসঙ্গে অতিমারির বিরুদ্ধে এই লড়াই করব ৷’’
আরও পড়ুন : Corona Update in India : দৈনিক সংক্রমণ 2 লক্ষ 82 হাজার, বাড়ল পজিটিভিটি রেট