পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi: ভারতের উন্নয়ন কিছু মানুষের হজম হচ্ছে না, কংগ্রেসকে কটাক্ষ মোদির - নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট বিষয়ে

কেন্দ্রে বিজেপি সরকারের নয় বছরে নাগরিক জীবনযাত্রার উন্নতির জন্য সরকারের একাধিক পদক্ষেপের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সেই সঙ্গে, রাজস্থানে কংগ্রেসের সঠিক বিকল্প হিসাবে বিজেপিকে তুলে ধরার জন্য আবেদন করেন প্রধানমন্ত্রী ৷

Etv Bharat
Narendra Modi

By

Published : May 31, 2023, 8:03 PM IST

আজমেঢ়, 31 মে:বিরোধীদের নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট বিষয়ে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেইসঙ্গে, কংগ্রেস-সহ বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী জানান, কিছু মানুষ দেশের উন্নয়নের জন্য সারা বিশ্বের কাছে যে প্রশংসা পাচ্ছে, তা হজম করতে পারছে না ৷

বুধবার আজমেঢ়ে এক জনসভায় কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি নাম না-করে স্পষ্টতই অভিযোগের সুরে জানান, দলটি তার স্বার্থপর বিরোধিতার জন্য ভারতের গর্বের মুহূর্তকেও বিসর্জন দিচ্ছে। এদিন প্রধানমন্ত্রী বলেন, “নতুন সংসদ ভবনের উদ্বোধন একটি অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। কিন্তু কংগ্রেস শুধুমাত্র তার স্বার্থপর বিরোধিতার জন্য ভারতের এই গর্বের মুহূর্তটিকেও নষ্ট করেছে ৷” এর সঙ্গেই সংসদ ভবনের উদ্বোধনে হাজির না-থেকে আদতে কংগ্রেস 60 হাজার কর্মীর কঠোর পরিশ্রম এবং দেশের আবেগ ও আকাঙ্ক্ষাকে অপমান করেছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। নতুন সংসদের উদ্বোধনী অনুষ্ঠান কংগ্রেস-সহ দেশের অবিজেপি 20 টি রাজনৈতিক দল অনুষ্ঠান বয়কট করে ৷

মূলত রাষ্ট্রপতিকে ব্রাত্য রেখে প্রধানমন্ত্রী একা যেভাবে সংসদ ভবনের উদ্বোধন করেছেন তার বিরোধিতা অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয় বিরোধীরা ৷ যা নিয়ে দেশীয় রাজনীতিতে কম বিতর্ক অবশ্য হয়নি ৷ উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিরোধীরা এক যৌথ বিবৃতি দিয়ে সাফ জানিয়েছিল, রাষ্ট্রপতির পরিবর্তে প্রধানমন্ত্রীর নতুন সংসদ ভবন উদ্বোধন করার এই সিদ্ধান্ত সংবিধানের অবমাননার সমকক্ষ ৷

কেন্দ্রে বিজেপি সরকারের ন'বছর পূর্ণ হওয়ার পর এক মাসব্যাপী গণসংযোগ অভিযানের এদিন সূচনা করেন প্রধানমন্ত্রী মোদি ৷ আর সেখান থেকেই কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মোদি ৷ প্রধানমন্ত্রী বলেন, "কংগ্রেস এমন একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা তৈরি করেছে যা দেশের উন্নয়নকে গ্রাস করছে। আমাদের দেশে কখনও উন্নয়ন কাজের জন্য অর্থের অভাব ছিল না ৷ কংগ্রেস এমন একটি দল যে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতি করেছে ৷ আমাদের সময়ে উন্নয়ন হয়েছে কারণ, কংগ্রেস যে দুর্নীতি করে গিয়েছে সেগুলিকে আমরা বন্ধ করতে পেরেছি ৷"

আরও পড়ুন:অভিযোগ প্রমাণিত হলে নিজেকে ফাঁসিতে ঝোলানোর চ্যালেঞ্জ ব্রিজ ভূষণের

কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী আরও বলেন, “কংগ্রেস যখন লুটপাটের বিষয়ে কোনও আপস করে না ৷ কংগ্রেস দেশের প্রতিটি নাগরিককে লুট করেছে ৷ দরিদ্র, শোষিত, উপজাতি, সংখ্যালঘু, নারী ও প্রতিবন্ধী কাউকেই ছাড়েনি।” এদিন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে রাজীব গান্ধিকে আমন্ত্রণ করতেও ছাড়েননি ৷ তাঁর মতে, প্রাক্তন প্রধানমন্ত্রীও কংগ্রেসের শাসনে দুর্নীতির কথা স্বীকার করেছিলেন। তিনি বলেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিও স্বীকার করেছিলেন যে কংগ্রেস সরকার 100 পয়সা পাঠালে, 85 পয়সার দুর্নীতি করবে ৷"

ABOUT THE AUTHOR

...view details