আজমেঢ়, 31 মে:বিরোধীদের নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট বিষয়ে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেইসঙ্গে, কংগ্রেস-সহ বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী জানান, কিছু মানুষ দেশের উন্নয়নের জন্য সারা বিশ্বের কাছে যে প্রশংসা পাচ্ছে, তা হজম করতে পারছে না ৷
বুধবার আজমেঢ়ে এক জনসভায় কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি নাম না-করে স্পষ্টতই অভিযোগের সুরে জানান, দলটি তার স্বার্থপর বিরোধিতার জন্য ভারতের গর্বের মুহূর্তকেও বিসর্জন দিচ্ছে। এদিন প্রধানমন্ত্রী বলেন, “নতুন সংসদ ভবনের উদ্বোধন একটি অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। কিন্তু কংগ্রেস শুধুমাত্র তার স্বার্থপর বিরোধিতার জন্য ভারতের এই গর্বের মুহূর্তটিকেও নষ্ট করেছে ৷” এর সঙ্গেই সংসদ ভবনের উদ্বোধনে হাজির না-থেকে আদতে কংগ্রেস 60 হাজার কর্মীর কঠোর পরিশ্রম এবং দেশের আবেগ ও আকাঙ্ক্ষাকে অপমান করেছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। নতুন সংসদের উদ্বোধনী অনুষ্ঠান কংগ্রেস-সহ দেশের অবিজেপি 20 টি রাজনৈতিক দল অনুষ্ঠান বয়কট করে ৷
মূলত রাষ্ট্রপতিকে ব্রাত্য রেখে প্রধানমন্ত্রী একা যেভাবে সংসদ ভবনের উদ্বোধন করেছেন তার বিরোধিতা অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয় বিরোধীরা ৷ যা নিয়ে দেশীয় রাজনীতিতে কম বিতর্ক অবশ্য হয়নি ৷ উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিরোধীরা এক যৌথ বিবৃতি দিয়ে সাফ জানিয়েছিল, রাষ্ট্রপতির পরিবর্তে প্রধানমন্ত্রীর নতুন সংসদ ভবন উদ্বোধন করার এই সিদ্ধান্ত সংবিধানের অবমাননার সমকক্ষ ৷