পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kashi Vishwanath Corridor : কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন করবেন মোদি, সেজে উঠেছে বেনারস - কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন করবেন তিনি

উত্তরপ্রদেশ ভোটের আগে মোদির কাশী সফর (Narendra Modi Varanasi Visit) ৷ সোমবার দু'দিনের সফরের প্রথম দিনে নবনির্মিত কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন করবেন তিনি ৷ একইসঙ্গে আজ গোটা দেশের শিব মন্দিরগুলিতে পূজার্চনার আয়োজন করছে ভারতীয় জনতা পার্টি ৷ বিজেপির দাবি, কাশীর স্থান মাহাত্ম্যকে মাথায় রেখেই এই কর্মসূচি পালন করা হবে ৷

Narendra Modi in Varanasi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Dec 13, 2021, 9:23 AM IST

বেনারস, 13 ডিসেম্বর : দু'দিনের সফরে নিজের নির্বাচনী কেন্দ্র বেনারসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Varanasi Visit ) ৷ সোমবার সফরের প্রথম দিনে কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করবেন ৷ 2019 সালের মার্চ মাসে 339 কোটি টাকা ব্যায়ে নির্মিত কাশী বিশ্বনাথ করিডরের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছিলেন তিনিই ৷

টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘13 ডিসেম্বর একটি যুগান্তকারী দিন । কাশীতে একটি বিশেষ অনুষ্ঠানে শ্রী কাশী বিশ্বনাথ ধাম প্রকল্পের উদ্বোধন করা হবে । এটি কাশীর আধ্যাত্মিকতা আরও বাড়াবে । আমি আপনাদের সকলকে এই কর্মসূচিতে যোগদানের জন্য অনুরোধ করব ।’’ দেশের 51 হাজার জায়গায় এই কর্মসূচির সরাসরি সম্প্রচার করা হবে ৷ একইসঙ্গে আজ গোটা দেশের শিব মন্দিরগুলিতে পূজার্চনার আয়োজন করছে ভারতীয় জনতা পার্টি ৷

আরও পড়ুন :উত্তরপ্রদেশ ভোটের নজরে মোদির কাশী সফর

কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন ছাড়াও আজ বেলা 12টা নাগাদ কালভৈরব মন্দির দর্শনে যাবেন প্রধানমন্ত্রী ৷ সন্ধ্যে 6টা নাগাদ রো-রো ভেসেলে চেপে যোগ দেবেন গঙ্গা আরতীতেও ৷ কাল সফরের শেষ দিনে বেনারসে স্বরবেদ মহামন্দিরে তিনি যোগ দেবেন সদগুরু সদফালদেও-এর 98তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details