বালাসোর, ৩ জুন:করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাস্থল থেকে প্রতিক্রিয়া দিতে গিয়ে স্পষ্টতই গলা বুজে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । প্রথমে ঘটনাস্থল পরিদর্শন এবং পরে হাসপাতালে গিয়ে গুরুতর আহতদের দেখে আসেন প্রধানমন্ত্রী। আর হাসপাতাল থেকে বেরিয়ে সরকারকে এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে বলে প্রধানমন্ত্রী মোদি প্রকারান্তরে স্বীকার করে নিলেন দুর্ঘটনায় রেলের গাফিলতি ছিল। আর সেকারণেই খোদ প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেল, সরকারকে যাত্রী নিরাপত্তা এবং যাত্রী সুরক্ষার ক্ষেত্রে আরও বেশি সচেতন থাকতে হবে । প্রধানমন্ত্রীর এই দুই বক্তব্য যে রেলের জন্য যথেষ্টই বিড়ম্বনার, তা বলার অপেক্ষা রেখে না । বালাসোরের 'অভিশপ্ত' মাটি থেকে শনিবার কার্যত নরমে-গরমে ঘটনার প্রথমিক প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী ।
শুক্রবার দুটি সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত 288 জন যাত্রীর মৃত্যু হয়েছে । আহত প্রায় সাড়ে 700 জন যাত্রী । আর এই ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত সমাজের সব স্তরের মানুষই । ঘটনার পর পরই সাহায্যের জন্য ওড়িশা সরকারের পাশে কার্যত ঝাঁপিয়ে পড়েছে কেন্দ্রের সঙ্গেই পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সরকারও । আর ঘটনাস্থল পরিদর্শনের পরই শনিবার সেখান থেকে একদিকে যেমন ঘটনার সঙ্গে জড়িত থাকার জেরে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে সরকার বদ্ধপরিকর, তেমনই অন্যদিকে গাফিলতি যে ছিল তা মেনে নিলেন প্রধানমন্ত্রী মোদি ।