পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

G20 Summit: কেন্দ্রীয় মন্ত্রীদের ‘জি20 ইন্ডিয়া’ অ্যাপ ডাউনলোডের পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

PM Narendra Modi G20 India Mobile App: আগামী 9-10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে জি20 শীর্ষ সম্মেলন ৷ এই সম্মেলনের আগে ভারতের বিদেশমন্ত্রক চালু করল ‘জি20 ইন্ডিয়া’ মোবাইল অ্যাপ ৷ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সরকারের সব মন্ত্রীদের এই অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন ৷

PM Narendra Modi G20 India Mobile App
PM Narendra Modi G20 India Mobile App

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 2:55 PM IST

Updated : Sep 6, 2023, 3:07 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: চলতি সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি20 শীর্ষ সম্মেলনের আগে ‘জি20 ইন্ডিয়া’ মোবাইল অ্যাপ ডাউনলোড করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার তাঁর সরকারের সমস্ত মন্ত্রীদের পরামর্শ দিয়েছেন । নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ জি20 শীর্ষ সম্মেলনের আগে মন্ত্রী পরিষদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন ৷ তখনই তিনি এই পরামর্শ দেন বলে জানা গিয়েছে ৷ প্রধানমন্ত্রী জানান, এই অ্যাপ মন্ত্রীদের বিদেশি প্রতিনিধিদের সঙ্গে নির্বিঘ্নে যোগাযোগ করতে সহায়তা করবে ।

আগামী 9 থেকে 10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি20 শীর্ষ সম্মেলন ৷ ভারত এবার এই সম্মেলনের সভাপতিত্ব করছে ৷ এই শীর্ষ সম্মেলনের আগে জি20 ইন্ডিয়া নামের একটি অ্যাপ চালু করেছে ভারতের বিদেশমন্ত্রক ৷ এই মোবাইল অ্যাপে 24টি ভাষা রয়েছে ৷ অ্যাপটি ভারতের জি20 সভাপতিত্বের সময়কাল পর্যন্ত কাজ করবে ।

সরকারি তরফে এটাকে গুরুত্বপূর্ণ ডিজিটাল মাইলফলক বলে দাবি করা হচ্ছে ৷ কারণ হিসেবে বলা হয়েছে, অ্যাপটি ব্যবহারকারীদের ইভেন্ট-সম্পর্কিত তথ্যের জন্য বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ৷ তার মধ্যে ইভেন্টের ক্যালেন্ডার, রিসোর্স, মিডিয়া-সহ আরও অনেক কিছু রয়েছে ৷ সরকারের দাবি, 'জি20 ইন্ডিয়া' মোবাইল অ্যাপ ভারতের প্রযুক্তিগত অগ্রগতিকে তুলে ধরছে ৷ বড় আন্তর্জাতিক ইভেন্টগুলির সুবিধার্থে ডিজিটাল টুলগুলিকে ব্যবহার করার জন্য দেশের অঙ্গীকারের উপর জোর দিচ্ছে ।

বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আধিকারিকদের মতে, মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী 15 হাজারের বেশি মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করা হয়েছে । জি20 ইন্ডিয়া মোবাইল অ্যাপ প্রতিনিধিদের সমস্ত জি20 নিজেদের দেশের ভাষায় বিদেশি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করবে । তাছাড়া দেশের বিভিন্ন জায়গায় যেতে ও ভারত মণ্ডপমে যেতেও সাহায্য করবে ৷'

সংবাদসংস্থা - এএনআই

আরও পড়ুন:মাদার অফ ডেমোক্রেসি প্রদর্শনীতে রাষ্ট্রনেতাদের স্বাগত জানাবে এআই অবতার

Last Updated : Sep 6, 2023, 3:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details