দিল্লি, 27 সেপ্টেম্বর : কেমন চলছে নতুন সংসদ ভবন নির্মাণের কাজ ৷ খতিয়ে দেখতে সেখানে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গতকাল রাত পৌনে 9টা নাগাদ নির্মাণস্থলে যান তিনি ৷ প্রায় ঘণ্টাখানেক সেখানে ছিলেন ৷
তিনদিনের আমেরিকা সফর শেষে গতকালই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ একাধিক নেতা ৷ দেশে ফেরার পর রাতে নতুন সংসদ ভবন তৈরির কাজ দেখতে পৌঁছে যান প্রধানমন্ত্রী ৷ ঘুরে ঘুরে প্রকল্পের কাজ খতিয়ে দেখেন ৷ নির্মাণকর্মীদের সঙ্গেও কথা বলেন ৷
গতবছরের 10 ডিসেম্বর সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের শিলান্যাস করেছিলেন মোদি ৷ চলতি বছরের 4 ফেব্রুয়ারি ইন্ডিয়া গেটে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ভূমি পূজা করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও অন্য আধিকারিকরা ৷ ভূমি পূজার মাধ্যমে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ শুরু হয় ৷