পঞ্চমহল, 18 জুন : কালিকা মাতা মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুজরাতের পঞ্চমহল জেলায় পাভাগাঢ পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দির ৷ মন্দিরটির সংস্কার করা হয়েছে ৷ আজ সকালে মোদি সেখানে পৌঁছে দেবীর পুজো করেন এবং মন্দিরের পতাকা উত্তোলন করেন ৷ তাঁর সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Prime Minister Narendra Modi inaugurated the redeveloped Kalika Mata temple atop the Pavagadh hill in the Panchmahal district of Gujarat) ৷
গুজরাতের তথ্য দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, পনেরোশো শতকের এই মন্দিরের চূড়া বিগত পাঁচ শতকে ক্ষয়ে গিয়েছিল ৷ নতুন করে তা তৈরি করা হয়েছে ৷ নতুন রূপ দেওয়া হয়েছে ৷ প্রথমে পাভাগাঢ পাহাড়ের উপরের অংশটিকে চওড়া করা হয় ৷ ক্যাম্পাসের প্রথম এবং দ্বিতীয় তল খোদাই করা হয়েছে ৷ আসল গর্ভগৃহ একই রকম রাখা হয়েছে ৷ তবে পুরো মন্দিরটি নতুন করে নির্মাণ করা হয়েছে ৷