গুয়াহাটি, 14 এপ্রিল: উত্তর-পূর্ব ভারতের প্রথম এআইআইএমএস বা এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুয়াহাটিতে 1 হাজার 123 কোটি টাকায় এই হাসপাতাল তৈরি করেছে কেন্দ্র ৷ যেখানে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন আইসিসিইউ, আইটিইউ, সিসিইউ-সহ সবরকমের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে ৷ এর পাশাপাশি, শুক্রবার অসমের লোকনৃত্য ‘রঙ্গালি বিহু’ উৎসব রয়েছে ৷ সেই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ সেখানে রাজ্যের উন্নয়নে 14 হাজার 300 কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী ৷
এদিন গুয়াহাটি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, খোদ রাজ্যপাল গুলাব চন্দ কাতারিয়া এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের এই শাখা তৈরি করা হয়েছে গুয়াহাটির কামরূপ গ্রামীণ জেলার চাংসারিতে ৷ সেখান থেকেই ভার্চুয়ালি তিনটি মেডিক্যাল কলেজের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী ৷ সেগুলি হল নলবাড়ি, নাগাওঁ এবং কোকরাঝাড় ৷ উদ্বোধনী মঞ্চ থেকে আজ প্রধানমন্ত্রী জানান, গুয়াহাটি এইমস শুধু অসম নয় ৷ সমগ্র উত্তর-পূর্ব ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে ৷ উত্তর-পূর্ব ভারতের সব মানুষ এর সুবিধা পাবেন ৷