মাহোবা (উত্তরপ্রদেশ), 19 নভেম্বর : সাতসকালে ঘোষণা করেছেন যে, তাঁর সরকারের তৈরি করা তিনটি কৃষি আইন বাতিল করে দেওয়া হচ্ছে ৷ গোটা দেশে যখন এই সিদ্ধান্ত নিয়ে হইচই শুরু হয়েছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাজির হলেন উত্তরপ্রদেশে ৷ ঘোষণা করলেন একাধিক সরকারি প্রকল্পের ৷ সেখানেও তাঁর নজরে ছিল যোগী রাজ্য়ের কৃষকরাই ৷
শুক্রবার উত্তরপ্রদেশের মাহোবায় হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন করেন ৷ তার মধ্যে এমন কিছু প্রকল্প ছিল, যা উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের কৃষকদের জল সমস্যার সমাধান করবে ৷
আরও পড়ুন :Farm Laws Repealed : কৃষি আইন বাতিলে রাজনৈতিক লাভ হবে কি বিজেপির ?