মাণ্ড্য (কর্ণাটক), 12 মার্চ: উত্তর-পূর্বের তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচনের পর এবার কর্ণাটকের পালা ৷ এবছরের মে মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ তার আগে বিজেপি শাসিত রাজ্যে রবিবার জমজমাট রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে দেখতে রাস্তার দু'ধারে সার দিয়ে মানুষের ভিড় ক্যামেরাবন্দি হয়েছে ৷ আজ সেখানে বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi inaugurates Bengaluru-Mysuru expressway) ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গাড়ি থেকে বেরিয়ে মানুষের দিকে ফুল ছুড়ে দেন ৷ বিজেপির নেতা এবং কর্মীরা প্রধানমন্ত্রীকে সাদর অভিনন্দন জানান ৷ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সঙ্গে ছিল রাজ্যর লোকায়ত নৃত্যানুষ্ঠান ৷ আজ বাসবরাজ বোম্মাইয়ের রাজ্যে মেগা প্রজেক্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ সরকার এতে 16 হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ৷ তারই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি ৷ বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়েটি 6 লেন বিশিষ্ট ৷ এই রাস্তা নির্মাণে প্রায় 8 হাজার 480 কোটি টাকা খরচ হয়েছে ৷ 275 নম্বর জাতীয় সড়কের বেঙ্গালুরু-নিদাঘাট্টা-মাইসোর সংযোগাকারী এই রাস্তাটি 118 কিলোমিটার দীর্ঘ ৷