পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi-Yogi meet : অযোধ্যার উন্নয়ন নিয়ে যোগীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক মোদির - latest news today

শনিবার ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথের সঙ্গে ৷ বৈঠকে যোগী অযোধ্যার উন্নয়নের পরিকল্পনার কথা প্রধানমন্ত্রী জানিয়েছেন ৷ এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্র থেকে ৷

pm narendra modi holds virtual meeting on ayodhya devolopment with uttar pradesh cm yogi adityanath
Modi-Yogi meet : অযোধ্যার উন্নয়ন নিয়ে যোগীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক মোদির

By

Published : Jun 26, 2021, 2:11 PM IST

নয়াদিল্লি, 26 জুন : অযোধ্যার উন্নয়নমূলক প্রকল্পগুলি (Ayodhya development plan) নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শনিবার ভার্চুয়াল মাধ্যমে তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Uttar Pradesh Chief Minister) যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গে এই বৈঠক করেন ৷ চলতি মাসে এই নিয়ে যোগীর সঙ্গে দ্বিতীয়বার বৈঠক করলেন প্রধানমন্ত্রী ৷ এর আগে নয়াদিল্লিতে দু’জনের মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল ৷

সরকারি সূত্রে খবর, ওই বৈঠকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অযোধ্যার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত তথ্য পেশ করেন ৷ অযোধ্যার পরিকাঠামো উন্নয়নের জন্য উত্তর প্রদেশ সরকার কী কী পরিকল্পনা করেছে, সেই নিয়ে বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যোগী আদিত্যনাথ ৷

আরও পড়ুন :Corona in India : 50 হাজারের নিচে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

সংবাদসংস্থা এএনআই-কে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, উত্তর প্রদেশ সরকার কেন্দ্রের কাছে অযোধ্যায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছিল ৷ সেই প্রস্তাব কেন্দ্র অনুমোদন করেছে ৷ এর জন্য রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনকে 1000 টাকা কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই 250 কোটি টাকা দিয়েছে ৷

এছাড়া রামমন্দির তৈরি হলে অযোধ্যায় পর্যটন বাড়বে বলে মনে করেন যোগী আদিত্যনাথ ৷ সেই সব মাথায় রেখেই ওই এলাকায় উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন :Covid-19 vaccine: পুণের কারখানায় কোভোভ্য়াক্সের উৎপাদন শুরু সেরামের

প্রসঙ্গত, 2019 সালের শেষে সুপ্রিম কোর্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের অনুমতি দেয় ৷ আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকার রামমন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট গড়ে দেয় ৷ 2020 সালের 5 অগস্ট রামমন্দিরের ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মন্দির নির্মাণের কাজও শুরু হয়েছে ৷ তাই সেখানকার উন্নয়নের দিকটিও মাথায় রাখছে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিজেপির রাজনৈতিক উত্থানের পিছনে রয়েছে রামমন্দির (Ram Mandir) আন্দোলন ৷ হিন্দি বলয়ে যা বিজেপির (BJP) ভোট বৃদ্ধির অনুঘটক হিসেবে কাজ করে ৷ আগামী বছরের গোড়ায় উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election) ৷ ওই রাজ্যের শাসনভার কোনওভাবেই হাতছাড়া করতে চায় না গেরুয়া শিবির ৷ তাই তারা এখন থেকেই কোমর বেঁধে নেমেছে ৷ বিভিন্ন দিকে নজর দেওয়া হয়েছে ৷ অযোধ্যার উন্নয়নে জোর তার মধ্যে অন্যতম বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷

আরও পড়ুন :ভারত-চিন সীমান্তে পরিকাঠামো নিয়ে হিমাচলের রাজ্যপালের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

ABOUT THE AUTHOR

...view details