নয়াদিল্লি, 25 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বুধবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল- সিসির (Egyptian President Abdel Fattah El- Sisi) সঙ্গে বৈঠক করেন ৷ ভারত ও মিশরের দ্বিপাক্ষিক সম্পর্ক (India-Egypt Bilateral Relation) নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয় ৷ সেই আলোচনার তালিকায় কৃষি, ডিজিটাল ডোমেন, সংস্কৃতি ও বাণিজ্য-সহ বিভিন্ন বিষয় ছিল ৷ 68 বছর বয়সী প্রভাবশালী এই আরব নেতা মঙ্গলবার ভারতে এসেছেন ৷ তিনি এসেছেন তিনদিনের সফরে ৷ এবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ৷ আগামিকাল, বৃহস্পতিবার সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করলেন ৷
এই নিয়ে টুইট করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷ টুইটারে তিনি লিখেছেন, মিশরের সঙ্গে আমাদের গভীর বন্ধন রয়েছে, যা এশিয়ার সঙ্গে আফ্রিকাকে সংযুক্ত করে এমন একটি প্রাকৃতিক সেতু ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট এল সিসি আলোচনা করেছেন ভারত ও মিশরের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে ৷ দুই দেশ সভ্যতা, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংযোগের মাধ্যমে সম্পর্কের বন্ধনে আবদ্ধ বলেও তিনি টুইটারে লিখেছেন ৷