নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: জন্মবার্ষিকীতে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংকে গভীর শ্রদ্ধা নিবেদন করেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মোদির কথায়, তিনি চিরকাল ন্যায় ও স্বাধীনতার জন্য ভারতের নিরলস লড়াইয়ের প্রতীক হয়ে থাকবেন । বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাঁর হ্যান্ডেলে লেখেন, "শহিদ ভগৎ সিংকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি । ভারতের স্বাধীনতায় তাঁর আত্মত্যাগ এবং অটল উৎসর্গ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে । সাহসের আলোকবর্তিকা তিনি ৷ ভগৎ সিং চিরকাল ন্যায় ও স্বাধীনতার জন্য ভারতের নিরলস লড়াইয়ের প্রতীক হয়ে থাকবেন ৷"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ভগৎ সিংকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন । হিন্দিতে একটি এক্স পোস্টে তিনি বলেছেন, "একদিকে ভগত সিং জি তাঁর দেশপ্রেম দিয়ে বিদেশী শাসনকে নতজানু করার জন্য কাজ করেছিলেন ৷ অন্যদিকে তাঁর ধারণা দিয়ে তিনি স্বাধীনতার সংগ্রামে বিভক্ত ভারতকে একত্রিত করার কাজ করেছিলেন ।" অমিত শাহ আরও লেখেন, "দেশের স্বাধীনতার জন্য আনন্দের সঙ্গে ফাঁসিতে ঝুলেছিলেন ভগৎ সিংজি ৷ তাঁর সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতার তরঙ্গ সমগ্র ভারতে আরও শক্তিশালী হয়ে ওঠে । ভগৎ সিংজির দেশপ্রেম এবং তাঁর চিন্তাধারা বছরের পর বছর জাতীয় সেবার শিখা জ্বালিয়ে রাখবে ।