নয়াদিল্লি, 22 মার্চ: দেশের কয়েকটি রাজ্যে সম্প্রতি অল্প হলেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ এই অবস্থায় বুধবার দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরই সঙ্গে দেশে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণে আক্রান্তের সংখ্যাও বেড়েছে, ঘটেছে মৃত্যুর ঘটনাও ৷ এই বিষয়টি নিয়েও এদিন বৈঠকে আলোচনা করেন প্রধানমন্ত্রী ৷ শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়েও এদিন আলাদা করে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ জনস্বাস্থ্য পরিষেবা নিয়েও এদিন তিনি সার্বিক খোঁজ খবর নেন তিনি (high level meeting by PM Modi) ৷
প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে গত দু'সপ্তাহে দেশে কোভিড সংক্রমণের গ্রাফ সামান্য হলেও ঊর্ধবমুখী হয়েছে ৷ এদিন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোভিড সংক্রমণের প্রমাণ মিললে সেই নমুনার জিনোম সিক্যুয়েন্সিং করতে হবে ৷ এর ফলে কোভিডের নয়া কোনও প্রজাতি ভারতে সংক্রমণ ছড়াচ্ছে কি না, তা জানা যাবে ৷ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ বয়স্ক এবং কো-মর্বিডিটির রোগীদের মাস্ক পরতেও অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী ৷