বারাণসী, 23 ডিসেম্বর : নিজের সংসদীয় এলাকা বারাণসী থেকে ফের ‘গোমাতা’ ইস্যু নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার বারাণসীতে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, গরুর বিষয়ে কথা বলা একসময় উত্তরপ্রদেশে অপরাধ বলে গণ্য হত ৷ হয়তো কারও কাছে গরু অপরাধের বিষয় ৷ কিন্তু তাঁর কাছে গরু মায়ের সমান (pm narendra modi hails cow as mother from varanasi) ৷
গত 12 দিনের মধ্যে বারাণসীতে এই নিয়ে দ্বিতীয়বার এলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi at Varanasi) ৷ আগেরবার এসে তিনি কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধন করেছিলেন ৷ আর বৃহস্পতিবার মোট 22টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি ৷ যার মূল্য প্রায় 870 কোটি টাকা ৷ তার মধ্যে একটি দুগ্ধ উৎপাদন কেন্দ্রও রয়েছে ৷
স্বাভাবিকভাবেই তাই গরুর প্রসঙ্গ উঠেছে ৷ ভারতে দুধ উৎপাদন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আর তার মাঝে বিরোধীদের কটাক্ষ করেছেন ৷ বলেছেন, ‘‘গরু নিয়ে কথা বলাকে আগে অপরাধে পরিণত করা হয়েছিল । যদিও এটি কারও কারও কাছে অপরাধের মতো হতে পারে, আমাদের কাছে গরু মায়ের সমান এবং গরুকে আমরা সম্মান দিই ।’’