নয়া দিল্লি, 1 অক্টোবর : আজ রাষ্ট্রপতি (President) রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) 76তম জন্মদিন ৷ আজকের দিনে 1945 সালে উত্তরপ্রদেশে কানপুরের পারৌঙ্খ (Paraunkh) গ্রামে জন্মগ্রহণ করেন রাষ্ট্রপতি ৷ 2017-র 25 জুলাই দেশের 14তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি ৷
তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি লিখেছেন, "রাষ্ট্রপতিজিকে জন্মদিনের শুভেচ্ছা ৷ তাঁর নম্র ব্যক্তিত্বের জন্য তিনি সারা ভারতে সকলের প্রিয় হয়ে উঠেছেন ৷ সমাজে দুঃস্থ এবং প্রান্তিক শ্রেণির মানুষকে শক্তিশালী করা তাঁর লক্ষ্য, আদর্শ ৷"আজ সকালে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে তাঁকে ফুল উপহার দেন ৷ সেই ছবি পোস্ট করে টুইট করেছেন রামনাথ কোবিন্দ ৷