ওয়াশিংটন, 23 সেপ্টেম্বর : আমেরিকায় পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ বুধবার স্থানীয় সময়ে ওয়াশিংটন ডিসি-তে তাঁকে অভর্থ্যনা জানাতে উপস্থিত ছিলেন আমেরিকার স্টেট অফিসিয়ালের বহু আধিকারিক (US Department of State Officials), জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ-এর (Joint Base Andrews) ডেপুটি সেক্রেটারি (US Deputy Secretary of State for Management and Resources) টি এইচ ব্রায়ান ম্যাককেয়ন (T H Brian McKeon), ভারতের রাষ্ট্রদূত (US Ambassador to India) তরণজিৎ সিং সাধু (Taranjit Singh Sadhu), ব্রিগেডিয়ার অনুপ সিংহল (Brigadier Anoop Singhal), এয়ার কমোডোর (Air Commodore) অঞ্জন ভদ্র (Anjan Bhardra), ন্যাভাল অ্যাটাচি কমোডোর (Naval Attache Commodore) নির্ভয়া বাপনা (Nirbhaya Bapna) ৷ তাঁকে স্বাগত জানাতে জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ-এ (Joint Base Andrews) এসেছিলেন ভারতীয় গোষ্ঠীর সদস্যরা (Indian Community) ৷
তিনি ওয়াশিংটনে পৌঁছানোর পরে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র (Official Spokesperson, Ministry of External Affairs) অরিন্দম বাগচি (Arindam Bagchi) টুইটে জয়েন্ট বেস অ্যানড্রিউজ-এর একটি ছবি পোস্ট করে টুইট করেন, "ভারতের বাইরে কোথাও দেশের পতাকা দেখলে, তা আমাদের কাছে গর্বের ৷ প্রধানমন্ত্রীর সম্মানে জয়েন্ট বেস অ্যানড্রিউজ-এ তেরঙা পতাকা উত্তোলিত হয়েছে ৷" ছবিতে মার্কিন পতাকার পাশাপাশি ভারতীয় পতাকা উড়তে দেখা যাচ্ছে ৷
তখন ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলেছে ৷ কারও মাথায় ছাতা, কেউ বা সেটারও তোয়াক্কা করেননি ৷ ব্যারিকেড ধরে সার দিয়ে ধৈর্য ধরে অপেক্ষায় রয়েছেন আমেরিকাবাসী ভারতীয়রা ৷ কখন তাঁরা সামনাসামনি দেখবেন তাঁদের মাতৃভূমির নেতাকে ৷ একশোরও বেশি ভারতীয় জড়ো হয়েছিলেন জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ-এ ৷ মোদি নামতেই আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা একদিকে তাঁর নাম ধরে সম্বোধন করছেন, অন্যদিকে দেশের পতাকা দেখাচ্ছেন তাঁকে ৷