নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: টাটা গোষ্ঠীর (Tata Group) প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry) আকস্মিক এবং অকাল প্রয়াণে মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ টুইটে শোকপ্রকাশ করলেন তিনি ৷ বললেন, সাইরাসের এইভাবে হঠাৎ চলে যাওয়ায় তিনি হতবাক হয়ে গিয়েছেন ! এদিন মোদি তাঁর টুইটে লিখেছেন, "শ্রী সাইরাস মিস্ত্রির এই অকাল প্রয়াণে আমি হতবাক ৷ বাণিজ্য ক্ষেত্রে তিনি একজন নির্ভরযোগ্য নেতা ছিলেন এবং ভারতের অর্থনৈতিক শক্তিতে বিশ্বাস করতেন ৷ বাণিজ্য ও শিল্পের জগতে তাঁর প্রয়াণ একটা বিরাট ক্ষতি ৷ ওঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওঁর আত্মা চির শান্তি পাক ৷"
সাইরাসের অকাল প্রয়াণে আরও অনেকেই টুইটে শোকপ্রকাশ করেছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা (Harsh Goenka) ৷ তিনি লেখেন, "দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত ৷ তিনি আমার খুব ভালো বন্ধু ছিলেন ৷ খুব ভালো মানুষ ছিলেন তিনি ৷" হর্ষ মনে করেন শুধুমাত্র টাটা গোষ্ঠীর চেয়ারম্য়ান হিসাবে দায়িত্ব সামলানোই নয়, শাপুরজি পালোনজিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতেও সাইরাসের বড় ভূমিকা ছিল ৷
আরও পড়ুন:পথ দুর্ঘটনায় মৃত্যু টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির, ঘটনাস্থলের প্রথম ভিডিয়ো ইটিভি ভারতে
রিলায়েন্স ইন্ডাস্ট্রির তরফে পরিমল নথওয়ানি (Parimal Nathwani) সাইরাসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি লিখেছেন, "মহারাষ্ট্রের পালঘরের কাছে পথদুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় আমি হতবাক এবং গভীরভাবে ব্যথিত ৷ এটা একটা বিরাট ক্ষতি ৷ ওঁরা আত্মা যেন শান্তি পায় ৷"
এদিনের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে মন্ত্রীরাও ৷ তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari) ৷ তাঁর টুইট বার্তা, "টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্য়ান সাইরাস মিস্ত্রিজির দুর্ভাগ্যজনক মত্যুতে আমি অত্যন্ত ব্যথিত ৷ ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওঁর আত্মা চির শান্তি পাক ৷ ওম শান্তি ৷"
সাইরাস মিস্ত্রীর মৃত্যুতে একইরকমভাবে হতবাক হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis) ৷ সাইরাসের প্রসঙ্গে বলতে গিয়ে একনাথের মন্তব্য, "তিনি শুধুমাত্র সফল উদ্যোগপতি ছিলেন না ৷ বরং তিনি শিল্প জগতের একজন তরুণ, উজ্জ্বল এবং দূরদর্শী ব্যক্তিত্ব ছিলেন ৷ এটা একটা বিরাট ক্ষতি ৷ আমি হৃদয়ের অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি ৷" অন্যদিকে, দেবেন্দ্র ফড়নবীশ লেখেন, "সাইরাস মিস্ত্রির মৃত্যুর খবর শুনে আমি হতবাক ৷ গভীর যন্ত্রণা অনুভব করছি ৷ ওঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি ৷ ওম শান্তি ৷ আমি ডিজিপি-র সঙ্গে কথা বলেছি ৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷"
টুইটে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধিও (Rahul Gandhi) ৷ তাঁর কথায়, "টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্য়ান সাইরাস মিস্ত্রির মর্মান্তিক মৃত্যুকে আমি মর্মাহত ৷ দেশের সবথেকে উজ্জ্বল বাণিজ্য মনস্ক মানুষদের মধ্যে তিনি ছিলেন অন্যতম ৷ ভারতের উন্নতিতে তাঁর অবদান লক্ষ্যণীয় ৷ ওঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল ৷"
এছাড়াও, যাঁরা সাইরাসের মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছেন, তাঁদের মধ্য়ে রয়েছেন সুপ্রিয়া সুলে, যোগী আদিত্যনাথ, পীযূষ গোয়েল, শশী থারুর, এস জয়শংকর প্রমুখ ৷