নয়াদিল্লি, 18 অক্টোবর: গাজার আল আহলি হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার বেলায় তিনি এই নিয়ে একটি পোস্ট করেন সোশাল মিডিয়ায়৷ সেখানেই এই নিয়ে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷
সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‘গাজার আল আহলি হাসপাতালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত । নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি । চলমান সংঘাতে সাধারণ মানুষের হতাহতের ঘটনা একটি গুরুতর ও ক্রমাগত উদ্বেগের বিষয় । যারা এই বিস্ফোরণে জড়িত, তাদের এর দায় নিতে হবে ৷’’
উল্লেখ্য, গত 7 অক্টোবর ইজরায়েলের উপর আচমকাই হামলা চালায় হামাস ৷ তার পর থেকেই ওই এলাকার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে ৷ পালটা হামলা চালায় ইজরায়েলও ৷ এর জেরে গত কয়েকদিন ধরে সেখানে যুদ্ধ শুরু হয়েছে ৷ ইজরায়েল ও হামাসের মধ্যেই লড়াই চলছে ৷
হামাসের বিরুদ্ধে ইজরায়েল-সহ বহু বিদেশি নাগরিককে খুনের অভিযোগ উঠেছে ৷ শিশু, মহিলা-সহ অনেককে পণবন্দি করে রাখা হয়েছে বলেও অভিযোগ ৷ অন্যদিকে হামাস ও প্যালেস্টাইনের দাবি, গাজায় ইজরায়েলের সামরিক হামলায় অনেক নিরীহ নাগরিক মারা গিয়েছেন ৷
মঙ্গলবার সন্ধ্যায় গাজার আল আহলি হাসপাতালে ইজরায়েল হামলা চালায় বলে অভিযোগ ৷ সেই হামলায় প্রায় 500 জন মারা গিয়েছেন বলে দাবি করা হচ্ছে গাজার স্বাস্থ্যমন্ত্রকের তরফে ৷ যদিও ইজরায়েলের দাবি, হামাস সহানুভূতি টানতে হাসপাতালে বিস্ফোরণ করিয়েছে ৷ এই নিয়ে তারা একটি অডিয়ো প্রকাশও করেছে ৷
প্রসঙ্গত, ইজরায়েল ও হামাসের লড়াইয়ে ইজরায়েলের পাশে থাকার বার্তা আগেই দিয়েছে ভারত সরকার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফোনে কথাও হয়েছেন ৷ তখনও তিনি ইজরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন ৷ ভারত সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলেও সেই সময় জানিয়েছিলেন তিনি ৷
আরও পড়ুন:গাজার হাসপাতালে ভয়াবহ হামলা! শর্তসাপেক্ষে বন্দিদের মুক্তি দিতে আগ্রহী হামাস