লেপাক্ষীর বীরভদ্র মন্দিরে মোদি লেপাক্ষী, 16 জানুয়ারি: রাম নাম ও কীর্তনে মগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর মাত্র 6 দিন পর অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা, যা মোদির হাত ধরেই হবে ৷ তার আগে নিজেকেও রামময় করে তুলছেন প্রধানমন্ত্রী ৷ মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের লেপাক্ষীর বীরভদ্র মন্দিরে পুজো দিলেন তিনি ৷ সেখানেই মন্দির প্রদক্ষিণ এবং বীরভদ্রের আরতি সারেন প্রধানমন্ত্রী ৷ পুজো শেষে মন্দিরের গর্ভগৃহে নাম সংকীর্তনে অংশ নেন তিনি ৷ চোখবন্ধ করে রাম নামে মগ্ন হতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে ৷
মঙ্গলবার সকালে সাদা পোশাক ও গায়ে গেরুয়া মখমলের শাল জড়িয়ে মন্দিরে যান মোদি ৷ প্রথমে পুরো মন্দির প্রদক্ষিণ করেন তিনি ৷ তারপর মন্দিরে ঢুকে পুজো দেন ৷ শুধু অংশ নেওয়া নয়, আরতি করতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে ৷ আরতি শেষে মন্দিরেই কীর্তন ও রাম নাম পাঠে অংশ নেন তিনি ৷ হাতজোড় করে চোখ বন্ধ করে রাম নামে মগ্ন হন ৷ উল্লেখ্য, গত 12 জানুয়ারি থেকে শাস্ত্র মেনে এগারোটি ব্রত পালন করছেন তিনি ৷ সেই ব্রত পালনের মাঝেই বনবাস কালে রামচন্দ্র যে সকল স্থানে গিয়েছিলেন, সেই সব মন্দিরগুলিতে গিয়ে পুজো দিচ্ছেন তিনি ৷
অন্ধ্রপ্রদেশের লেপাক্ষীর এই বীরভদ্র মন্দির তেমনই একটি স্থান ৷ রামায়ণ অনুযায়ী, এই স্থানেই রামের সঙ্গে আহত জটায়ুর দেখা হয়েছিল সীতা অপহরণের পর ৷ কথিত আছে, এই স্থানেই জটায়ু রামকে জানিয়েছিলেন যে, সীতাকে অপহরণ করে রাবণ তাঁর পুষ্পক রথে দক্ষিণপ্রান্তে নিয়ে গিয়েছেন ৷ এরপরেই মৃত্যু হয় জটায়ুর ৷ পরবর্তী সময়ে এখানেই গড়ে ওঠে বীরভদ্র মন্দির ৷ তাই অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগে, এই বীরভদ্র মন্দিরে পুজো দিয়ে গেলেন নরেন্দ্র মোদি ৷
যার সূচনা তিনি করেছিলেন, মহারাষ্ট্রের নাসিক জেলার পঞ্চবটির শ্রী কলা রাম মন্দির থেকে ৷ রামায়ণ অনুযায়ী, 14 বছরের বনবাসের সময় এই পঞ্চবটীতেই স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে কুঠির তৈরি করেছিলেন বসবাসের জন্য ৷ আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠার আগে নিজেকে অন্তর থেকে শুদ্ধ করছেন মোদি ৷ 12 জানুয়ারি একটি অডিয়ো বার্তায় এমনটাই জানিয়েছিলেন তিনি ৷ মোদি বলেছিলেন, "ঈশ্বরের আরাধনা এবং তাঁর যজ্ঞ করতে হলে, নিজেদের মধ্যেও 'দৈবিক চেতনা' জাগ্রত করতে হয় ৷ এর জন্য শাস্ত্র ব্রত এবং কঠোর নিয়ম পালনের কথা বলা হয়েছে ৷ যা প্রাণ প্রতিষ্ঠার আগে পালন করতে হয় ৷" সেই মতোই ব্রত পালনের সঙ্গে সঙ্গে রামের স্মৃতি রয়েছে এমন সব মন্দির দর্শন করছেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন:
- পাহাড়ি ভাষায় রাম ভজন গেয়ে সোশাল মিডিয়ায় ভাইরাল কাশ্মীরী কন্যা বাতুল জাহরা
- আজ থেকে শুরু রামলালার অভিষেকের অনুষ্ঠান, অযোধ্যায় কী কী থাকছে আগামী সাতদিন ?
- রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে 'দৈবিক চেতনার বিকাশ', 11 দিনের বিশেষ ব্রত প্রধানমন্ত্রীর