টোকিয়ো, 24 মে : কোয়াড গোষ্ঠীর সম্মেলনে চালু হল 'কোয়াড ফেলোশিপ প্রোগ্রাম' ৷ মঙ্গলবার টোকিওয় এই স্কলারশিপ প্রোগ্রামের সূচনা করেন ভারত-আমেরিকা-জাপান-অস্ট্রেলিয়ার রাষ্ট্রনেতারা ৷ এতে চারটি দেশের পরবর্তী প্রজন্মের বৈজ্ঞানিক এবং প্রযুক্তিবিদদের মধ্য়ে একটি সম্পর্ক তৈরি হবে (PM Narendra Modi encouraged Indian students to apply for the Quad Fellowship programme) ৷
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পরপর এই ফেলোশিপ প্রোগ্রাম চালু করেন ৷ এর আওতায় প্রতি বছর প্রত্যেক কোয়াড দেশ থেকে 25 জন পড়ুয়াকে স্কলারশিপ দেওয়া হবে ৷ তাঁরা আমেরিকার বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, অঙ্কে (Science, Technology, Engineering, and Mathematics, STEM) গবেষণামূলক পড়াশোনায় ডক্টরেট করার সুযোগ পাবেন পড়ুয়ারা ৷