পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Solar Powered Village: প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের প্রথম সৌরশক্তি নির্ভর গ্রাম হিসেবে আত্মপ্রকাশ মোধেরার - মোধেরার সূর্য মন্দির

গুজরাতের মোধেরাকে ‘ভারতের প্রথম সৌরশক্তি নির্ভর গ্রাম’ (Solar Powered Village in India) বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ মোধেরা গ্রামের সবক’টি বাড়িতে প্রায় 1 হাজার সোলার প্যানেল বসানো হয়েছে বলে জানিয়েছে গুজরাত সরকার ৷

PM Narendra Modi Declares Modhera is First 24 Hours Solar Powered Village in India
PM Narendra Modi Declares Modhera is First 24 Hours Solar Powered Village in India

By

Published : Oct 9, 2022, 7:30 PM IST

আমেদাবাদ, 9 অক্টোবর: দেশের প্রথম 24x7 সৌরশক্তি নির্ভর গ্রাম হিসেবে পথচলা শুরু করল গুজরাতের মেহসানা জেলার মোধেরা গ্রাম (First ever solar Powered Village in India) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হাত ধরেই নয়ারূপে আত্মপ্রকাশ করল গুজরাতের গ্রামটি ৷ রবিবার মোধেরার সৌরশক্তির উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের আর বিদ্যুতের জন্য টাকা খরচ করতে হবে না ৷ উলটে আমরা এই বিদ্যুৎ বিক্রি করে অর্থ উপার্জন করব ৷ কিছুদিন আগেও সরকার সাধারণ মানষকে বিদ্যুৎ সরবরাহ করত ৷ কিন্তু, এখন সোলার প্যানেল বসে যাওয়ায় মানুষ তাঁদের প্রয়োজনীয় বিদ্যুৎ নিজেরাই উৎপাদন করতে পারবেন ৷’’

গুজরাত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, মোধেরা গ্রামের সবক’টি বাড়িতে প্রায় 1 হাজার সোলার প্যানেল বসানো হয়েছে ৷ যেখানে 24 ঘণ্টা বিদ্যুৎ তৈরি হবে গ্রামবাসীদের জন্য ৷ দেখতে গেলে ওই গ্রামের বাসিন্দারা বিনা খরচেই বিদ্যুৎ পরিষেবা পাবেন ৷ গুজরাত সরকার জানিয়েছে, তারা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের স্থায়ী বাস্তবায়ন নিশ্চিত করেছে ৷ আর তা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্থির করা লক্ষ্যকে মাথায় রেখে ৷ যেখানে পুনর্ব্যবহারযোগ্য শক্তিগুলির সাহায্য নেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন:গতবার হারা 144টি লোকসভা কেন্দ্রে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মোদি

একটি সুরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে মোধেরার সূর্য মন্দিরে (Sun Temple of Modhera) স্থায়ীভাবে এদিন একটি 3-ডি প্রজেকশনের বন্দোবস্ত করা হয় ৷ সৌরশক্তি চালিত 3-ডি প্রজেকশনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসাধারণকেই উৎসর্গ করেছেন ৷ যা বাইরে থেকে আসা পর্যটকদের মোধেরার ইতিহাস সম্পর্কে অবগত করবে ৷ প্রকল্পের অংশ হিসেবে মন্দির চত্বরে হেরিটেজকে মাথায় রেখে আলোর ব্যবস্থাও করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details