পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka Assembly Election 2023: কর্ণাটক নির্বাচনে ভোট দেওয়ার আর্জি, টুইট মোদি-শাহ-খাড়গে-রাহুলের

আজ কর্ণাটকের মসনদ দখলের লড়াই ৷ 5 কোটিরও বেশি কর্ণাটকবাসী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছেন ৷ এর মধ্যে রয়েছেন প্রথমবারের ভোটাররাও ৷ তাঁদের সবাইকে উৎসাহিত করতে সকাল সকাল টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷

Karnataka Assembly Election
কর্ণাটক বিধানসভা নির্বাচন

By

Published : May 10, 2023, 9:55 AM IST

বেঙ্গালুরু, 10 মে: আজ কর্ণাটকে বিধানসভা নির্বাচন ৷ বিজেপি শাসিত রাজ্যটিতে সকাল 7টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ভোট দেওয়ার বার্তা দিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এর পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও টুইট করে কর্ণাটকের বাসিন্দাদের ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন ৷

রাজনৈতিক মহলের একাংশের মতে, 224 আসনের এই বিধানসভা লড়াইয়ে এবার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ও বিজেপি ৷ সকাল সকাল ভোট দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা থেকে শুরু করে বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ এছাড়া আরও বেশ কয়েকজন বিশিষ্টকে সকাল সকাল ভোটের লাইনে দাঁড়াতে দেখা যায় ।

তরুণদের ভোট দেওয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, "আমি কর্ণাটকের বিশাল সংখ্যক ভোটারদের, বিশেষত প্রথম বার গণতন্ত্রের উৎসবে সামিল হচ্ছেন এমন তরুণদের ভোট দেওয়ার আর্জি জানাচ্ছি ৷ গণতন্ত্রের এই উৎসবকে আপনারা উজ্জীবিত করুন ৷" প্রায় প্রতিটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনই এমন উদ্যোগ নিয়ে থাকেন মোদি ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, আজ ভোটের দিন ৷ তিনি কর্ণাটকের বাসিন্দাদের ভাই ও বোন বলে সম্বোধন করে সু-প্রশাসন গড়া, উন্নয়ন, রাজ্যের সমৃদ্ধির উদ্দেশ্যে ভোট দেওয়ার কথা জানান ৷ প্রতিটি ভোট গণতন্ত্র এবং একটি উন্নত সরকারকে নিশ্চিত করবে ৷ সেই সরকার রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ৷

কর্ণাটকের নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও টুইট করেন ৷ তিনি লেখেন, কর্ণাটকের মানুষ একটি উন্নত, স্বচ্ছ এবং উন্নয়নমুখী সরকার গড়ার কথা ভেবে ভোট দিন ৷ আজ সেই সময় ৷ রাজ্যের বহু বহু মানুষ ভোট দেবেন ৷ দলিত নেতা খাড়গেও দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে লেখেন, "ভালো ভবিষ্যৎ গড়তে প্রথমবারের ভোটাররাও এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন ৷ তাঁদের আমরা স্বাগত জানাই ৷"

কংগ্রস নেতা রাহুল গান্ধি লিখেছেন, "এই নির্বাচন মহিলাদের অধিকার, তরুণদের রোজগার, গরিবদের উত্থানের জন্য । পাশাপাশি 40 শতাংশ কমিশন মুক্ত সরকার, এবং প্রগতিশীল কর্ণাটক গঠনই আমাদের লক্ষ্য । সেই লক্ষ্য পূরণে আপনারা ভোট দিন।" এরপর তিনি আরও একটি টুইট করে জানিয়েছে, কংগ্রেস 150টি আসনে জয়ী হবেই ৷

আরও পড়ুন: কংগ্রেস-বিজেপির মহারণ! কর্ণাটকে 224 আসনে ভোট শুরু

ABOUT THE AUTHOR

...view details