কলকাতা, 15 মে : পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে (দলগত) ইতিহাস গড়েছে ভারত ৷ 73 বছরে থমাস কাপের ফাইনাল তো দূর কী বাত, সেমির টিকিটও অধরা ছিল ভারতের ৷ রবিবাসরীয় সন্ধ্যায় সেখানেই বাজিমাত করেছেন এইচ এস প্রণয়, সাত্বিকসাইরাজ, কিদাম্বি শ্রীকান্তরা ৷ 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ফাইনালে ‘উড়িয়ে’ দিয়েছে ভারতীয় শাটলাররা (Indian Shuttlers bag first ever Thomas Cup) ৷
স্বভাবতই আনন্দে ভাসছে গোটা দেশ ৷ যে খেলায় সাফল্য মানেই ‘একা’ বা ‘দোকা’, সেখানেই ইতিহাস গড়ার পেছনে রয়েছে ‘দলগত প্রয়াস’ ৷ ফলে ঐতিহাসিক জয়ে শুভেচ্ছায় ভাসছেন বছর কুড়ির লক্ষ্য সেন থেকে শুরু করে তিরিশ ছুঁইছুঁই শ্রীকান্ত ৷ ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু থেকে শুরু করে দেশের ক্রীড়াদুনিয়ার কিংবদন্তিরাও ৷
এদিন ম্যাচ শেষেই টুইট বার্তা এসেছিল নরেন্দ্র মোদির তরফে (PM Narendra Modi congratulates Indian Shuttlers) ৷ এরপর প্রায় 10 মিনিট সোনাজয়ী দলের সঙ্গে ফোনে কথাও বলেন প্রধানমন্ত্রী ৷ তৃতীয় ম্যাচে জোনাথন খ্রিস্টিকে হারিয়ে ইতিহাস গড়েন কিদাম্বি শ্রীকান্ত ৷ ভারতীয় তারকা চলতি টুর্নামেন্টে একটি গেমও হারেননি ৷ সেজন্য তাঁকে অভিনন্দন জানানোই শুধু নয়, উত্তরাখণ্ডি শাটলার লক্ষ্য সেনের কাছে আলমোড়ার মিষ্টিও খেতে চেয়েছেন প্রধানমন্ত্রী ৷ একইসঙ্গে জানিয়েছেন, দেশের খেলাধূলার প্রসারে আরও উদ্যোগী হচ্ছে সরকার ৷
আরও পড়ুন : থমাস কাপে ইতিহাস, সোনা জিতল ভারত
ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেছেন, সোনাজয়ী দলকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে ক্রীড়ামন্ত্রকের তরফে ৷ ক্রিকেট কিংবা ফুটবলের পাশাপাশি ধীরে ধীরে সলতে পাকছে ব্যাটমিন্টনেরও ৷ গত কয়েকবছরে অলিম্পিকেও তেরঙ্গার দাপট দেখেছে বিশ্ব ৷ এবার থমাস কাপে সাফল্য আসায় আন্তর্জাতিক মঞ্চে শাটলারদের ‘বল্গাহীন’ করতে তৈরি সরকারও ৷