পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Congratulates CWG Winners: কমনওয়েলথে পদকজয়ীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর, ক্রিকেটে পদক জয়কে ‘বিশেষ’ বলছেন মোদি - PM Modi Congratulates CWG Winners

ক্রিকেটে পদক জয়কে বিশেষ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi Congratulates CWG 2022 Winners Says First Medal in Cricket Always Be Special) ৷ এদিন সকল পদকজয়ী ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়দের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ৷ ব্যাডমিন্টন মিক্সড ডবলসে সোনা জয়ের জন্য শরথ কমল এবং শ্রীজা আকুলাকে অভিনন্দন জানান তিনি ৷

PM Narendra Modi Congratulates CWG 2022 Winners Says First Medal in Cricket Always Be Special
PM Narendra Modi Congratulates CWG 2022 Winners Says First Medal in Cricket Always Be Special

By

Published : Aug 8, 2022, 3:20 PM IST

নয়াদিল্লি, 8 অগস্ট: কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়দের প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ যেখানে ভারতের মহিলা ক্রিকেট দলকে রুপো জয়ের জন্য অভিনন্দন জানালেন তিনি (PM Narendra Modi Congratulates CWG 2022 Winners Says First Medal in Cricket Always Be Special) ৷ সেই সঙ্গে শরথ কমল এবং শ্রীজা আকুলাকে টেবিল টেনিস মিক্সড ডবলসে সোনা জয়ের জন্য অভিনন্দন ব্যক্ত করেন ৷ তাঁদের জয়ের খিদে ও দৃঢ়তার প্রশংসা করেন মোদি ৷ মোদি বলেন, ‘‘তোমরা অসাধারণ টিমওয়ার্ক দেখিয়েছ ৷ একসঙ্গে খেলা এবং ম্যাচ জেতার আনন্দই আলাদা ৷’’

এ দিন কিদাম্বি শ্রীকান্তকে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয়ের জন্যও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তাঁকে ‘ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম সেরা’ বলে উল্লেখ করেছেন মোদি ৷ শ্রীকান্তের প্রশংসায় নরেন্দ্র মোদি বলেন, ‘‘তিনি পরপর 4 বার কমনওয়েলথ পদক জিতেছেন ৷ যা তাঁর স্কিল এবং ধারাবাহিকতার প্রমাণ ৷ আশা করি উনি নিজের পারফরমেন্সকে আরও উঁচুতে নিয়ে যাবেন এবং সহ-অ্যাথলিটদের উজ্জীবিত করবেন ৷’’

আরও পড়ুন:ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 সিরিজ ভারতের, শেষ ম্যাচে 88 রানে জয় রোহিতদের

রবিবার ভারতীয় সময় মধ্য রাতে কমনওয়েলথ গেমসের ক্রিকেট ফাইনাল ম্যাচ হারলেও রুপো জিতেছে ভারতীয় মহিলা দল ৷ যার জন্য তাঁদের বিশেষভাবে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ৷ তিনি টুইট করে বলেন, ‘‘ক্রিকেট এবং ভারত হল অভিন্ন অঙ্গ ৷ আমাদের মহিলা ক্রিকেট দল পুরো কমনওয়েলথ গেমস জুড়ে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন ৷ তাঁরা গৌরবময় রুপোর পদক জিতেছেন ৷ যা কমনওয়েলথে ক্রিকেটে ভারতের প্রথম পদক জয় ৷ এটা সবসময় বিশেষ জায়গা করে রাখবে ৷’’ ত্রিষা জলি এবং গায়েত্রী গোপীচন্দকে মহিলাদের ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details