পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Raju Srivastava Demise: কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের প্রয়াণে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর - Amit Shah

কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের প্রয়াণে (Demise of Comedian Raju Srivastava) শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর প্রয়াণে (Raju Srivastava Demise) শোকজ্ঞাপন করেছেন ৷

PM Narendra Modi Condoled The Demise of Comedian Raju Srivastava
PM Narendra Modi Condoled The Demise of Comedian Raju Srivastava

By

Published : Sep 21, 2022, 3:20 PM IST

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর স্মৃতিতে এ দিন প্রধানমন্ত্রী লেখেন, ‘‘রাজু শ্রীবাস্তব (Comedian Raju Srivastava) তাঁর ইতিবাচক, বুদ্ধিদীপ্ত উপস্থাপনা এবং হাসিতে আমাদের জীবন আলোকিত করে রেখেছিলেন ৷’’ এ দিন সকালে দিল্লির এইমস হাসপাতালে তাঁর মৃত্যু হয় (Demise of Comedian Raju Srivastava) ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ তাঁর প্রয়াণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকজ্ঞাপন করেছেন ৷ উত্তরপ্রদেশ বিধানসভাতেও শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করে 2 মিনিটের নিরবতা পালন করা হয় ৷

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) প্রয়াত শিল্পীকে টুইটারে শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘‘রাজু শ্রীবাস্তব তাঁর ইতিবাচক, বুদ্ধিদীপ্ত উপস্থাপনা এবং হাসিতে আমাদের জীবন আলোকিত করে রেখেছিলেন ৷ তিনি হয়তো খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন ৷ কিন্তু, তাঁর মহান কাজের মাধ্যমে অগণিত মানুষের মনে সবসময় জায়গা করে নিয়েছেন ৷ তাঁর মৃত্যু খুবই দুঃখের ৷ তাঁর পরিবার এবং অনুরাগীদের আমার সমবেদনা জানাই ৷ ওম শান্তি ৷’’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি টুইটারে লেখেন, ‘‘বিখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের এক অনন্য বৈশিষ্ট্য ছিল ৷ তিনি তাঁর অসাধারণ প্রতিভার মাধ্যমে সকলকে প্রভাবিত করেছিলেন ৷ তাঁর প্রয়াণ শিল্পীমহলে একটি বড় ক্ষতি ৷ আমি তাঁর পরিবার এবং প্রশংসকদের প্রতি আমার সমবেদনা ব্যক্ত করছি ৷ ঈশ্বর তাঁদের এই দুঃখের সময় মনোবল জোগান, এটাই প্রার্থনা করি ৷’’

আরও পড়ুন:দীর্ঘ লড়াইয়ের অবসান, ঘুমের দেশে হাসির রাজা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শিল্পীর প্রয়াণে, শোকপ্রকাশ করেছেন ৷ যেখানে তিনি লেখেন, ‘‘বিখ্যাত কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের প্রয়াণের খবর খুবই বেদনা দায়ক ৷ ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি প্রদান করুক ৷ তাঁর প্রিয়জন এবং অনুরাগীদের আমার সমবেদনা ৷’’

আরও পড়ুন:ছবিতে ফিরে দেখা রাজুর বর্ণময় বলিউড সফর

এ দিন প্রায়ত শিল্পীকে সম্মান জানিয়েছে উত্তরপ্রদেশ বিধানসভা ৷ এ দিন সমাবেশের মাঝে শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করে 2 মিনিটের নিরবতা পালন করা হয় উত্তরপ্রদেশ বিধানসভায় ৷ দীর্ঘ কয়েকদিন ধরেই হৃদরোগের সমস্যায় দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন রাজু শ্রীবাস্তব ৷ কয়েকদিন আগে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, এ দিন সকালে তিনি শেষ নিশ্বাসত্যাগ করেন (Raju Srivastava Demise) ৷

ABOUT THE AUTHOR

...view details