নয়াদিল্লি, 27 অগস্ট: কেন্দ্রীয় সরকারের নীতির ফলে কোটি কোটি মানুষ গরিবি থেকে মুক্তি পেয়েছে ৷ এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ, রবিবার সকালে দিল্লিতে জি-20 গোষ্ঠীর বি-20 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ৷ সেই অনুষ্ঠানে তিনি বলেন, "ভারত সরকার এমনভাবে নীতি প্রণয়ন করেছে, যার ফলে বিগত 5 বছরে সাড়ে 13 কোটিরও বেশি মানুষ দারিদ্র্যতা থেকে উঠে এসেছে ৷"
তিনি এই শ্রেণির মানুষদের 'নিও-মিডল ক্লাস' বলে উল্লেখ করেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "এই নিও-মিডল ক্লাসই সবচেয়ে বড় উপভোক্তা ৷" রাজধানীতে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আয়োজিত এই সভায় প্রথমেই তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে উল্লেখ করেন, দেশে এখন উৎসবের মরশুম চলছে ৷ শনিবারের পর আজও প্রধানমন্ত্রী মোদি চন্দ্রযান-3-এর সাফল্যের কথা মনে করিয়ে দেন ৷
এই প্রসঙ্গে তিনি বলেন, "দেশে লম্বা উৎসবের সময় এসেছে ৷ 23 অগস্ট থেকেই তা শুরু হয়ে গিয়েছে ৷" মিশন চন্দ্রযান-3-এর সাফল্য এবং তাতে ইসরোর ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "ইসরো ছাড়া ভারতের বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাও এর সঙ্গে জড়িত ৷ তারা সময়ের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী তৈরি করে ইসরোকে পাঠিয়েছে ৷ তাই এই সাফল্য বিজ্ঞান ও শিল্প- দুইয়েরই ৷"