নয়াদিল্লি, 23 জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বোসকে (Netaji Subhas Chandra Bose) স্বাধীনতার পর ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ৷ সোমবার নেতাজির 127তম জন্মজয়ন্তীতে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, আজ দেশ নেতাজিকে সব সময় মনে রাখছে ৷
2021 সালে ছিল নেতাজির 125তম জন্মজয়ন্তী ৷ সেই বছরই এই দিনটিকে পরাক্রম দিবস (Parakram Diwas) হিসেবে ঘোষণা করে কেন্দ্রের মোদি সরকার (Modi Government) ৷ সোমবারও পরাক্রম দিবস পালন করা হয় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ঘোষণা করা হয় যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Islands) থাকা 21টি দ্বীপের নামকরণ করা হল পরমবীরচক্র পাওয়া দেশের সৈনিকদের নামে ৷
ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে হাজির হয়ে এই ঘোষণা করেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷ তার পর নিজের ভাষণে বিষয়টি তুলে ধরেন ৷ জানান, আন্দামানের দ্বীপগুলির নামকরণে পরাধীনতার ছাপ স্পষ্ট ছিল ৷ সেই কারণে তিনি আগে যখন আন্দামানে গিয়েছিলেন, তখন সেখানকার তিনটি দ্বীপের নামকরণ করেছিলেন ৷ তার মধ্যে একটি দ্বীপের নাম দিয়েছিলেন নেতাজির নামে ৷