নয়াদিল্লি, 25 জুলাই:বিরোধী জোট 'ইন্ডিয়া'কে মারাত্মক কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । 'ইন্ডিয়া' কে নিশানা করেপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তুলনা টানলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এমনকী ইন্ডিয়ান মুজাদিহিনের মতো জঙ্গি সংগঠনের ৷ তবে প্রকাশ্যে নয়, বিজেপির সংসদীয় দলের বৈঠকেই প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন ৷ পরে সংবাদসংস্থার কাছে মোদির এই বক্তব্য তুলে ধরেন গেরুয়া শিবিরের বর্ষীয়ান সাংসদ রবিশংকর প্রসাদ ৷
বিজেপি সাংসদ রবিশংকর প্রসাদ বলেন, "আমরা আমাদের প্রধানমন্ত্রীর জন্য গর্বিত । আমরা 2024 সালে আবার ক্ষমতায় আসছি । প্রধানমন্ত্রী মোদি একটি বিবৃতি দিয়েছেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন বিদেশি নাগরিক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল । আজ লোকেরা ইন্ডিয়ান মুজাহিদিন এবং ইন্ডিয়ান পিপলস ফ্রন্টের মতো নাম ব্যবহার করছে ।’’
বিরোধীদের জোট ইন্ডিয়া: সম্প্রতি বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠক হয় ৷ সেই বৈঠকে বিজেপি বিরোধী জোটের নতুন নাম ঠিক হয় ৷ সেই নাম হল - ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ৷ সংক্ষেপে - ইন্ডিয়া ৷ এই নাম পুঁজি করেই গত কয়েকদিন ধরে বিজেপিকে নিশানা করছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ প্রশ্ন তুলছে, মোদি কি পারবে ইন্ডিয়াকে হারাতে ?
আরও পড়ুন:লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের