নয়াদিল্লি, 12 মে: সামনের মাসে জি-7 শীর্ষ সম্মেলনে সশরীরে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশে কোভিড সংকটের সময়ে ব্রিটেন সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷
বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, "প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে জি-7 সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ এ জন্য আমরা ধন্যবাদ জানাই ৷ তবে কোভিড পরিস্থিতির কারণে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জি-7 সম্মেলনে সশরীরে উপস্থিত যোগ দেবেন না ৷" ভার্চুয়াল বক্তৃতায় জি-7 শীর্ষ সম্মেলনে নিজের বক্তব্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী ৷ তবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকগুলি তাঁর আর করা হবে না ৷