নয়াদিল্লি, 12 জানুয়ারি: অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর আগে এগারোদিনের বিশেষ অনুষ্ঠান বা ব্রতপালন করবেন তিনি ৷ আজ থেকে রাম মন্দিরের উদ্বোধন পর্যন্ত টানা 11 দিন এই বিশেষ ব্রতপালন করবেন ৷ আজ সোশাল মিডিয়ায় একটি অডিয়ো বার্তায় একথা জানিয়েছেন নরেন্দ্র মোদি নিজে ৷ যেখানে তিনি জানিয়েছেন, দেবতার প্রাণ প্রতিষ্ঠার আগে, নিজের মধ্যে 'দৈবিক চেতনার বিকাশ' ঘটাতে এই অনুষ্ঠান পালন করবেন তিনি ৷
মোদির কথায়, "রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য সমগ্র দেশবাসীর হয়ে আমি প্রতিনিধিত্ব করছি ৷ এটা আমার কাছে এক অনন্য অনুভূতি ৷ যা ভাষায় ব্যক্ত করার পরিস্থিতিতে আমি নেই ৷ আর এটা প্রকাশ করার বিষয় নয় ৷ এটা অনুভূতির বিষয় ৷" রাম মন্দির প্রতিষ্ঠার আগে নিজেকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করছেন মোদি ৷ যে কারণে তিনি বিভিন্ন ধর্মগুরু এবং সাধকদের পরামর্শ পালন করছেন ৷ আর তারই অংশ হিসেবে এই 11দিনের বিশেষ ব্রত অনুষ্ঠান করবেন মোদি ৷
প্রধানমন্ত্রী তাঁর অডিয়ো বার্তায় উল্লেখ করেছেন, "ঈশ্বরের আরাধনা এবং তাঁর যজ্ঞ করতে হলে, নিজেদের মধ্যেও 'দৈবিক চেতনা' জাগ্রত করতে হয় ৷ এর জন্য শাস্ত্র ব্রত এবং কঠোর নিয়ম পালনের কথা বলা হয়েছে ৷ যা প্রাণ প্রতিষ্ঠার আগে পালন করতে হয় ৷ এর জন্য আধ্যাত্মিক যাত্রার কয়েকজন সাধক এবং মহাপুরুষদের থেকে আমি যে দ্বিগনির্দেশ পেয়েছি সেই অনুযায়ী, আজ থেকে 11 দিনের 'বিশেষ অনুষ্ঠান' শুরু করছি ৷ আমি এই নিয়ম পালনের আগে সকল ঋষি-মুনি এবং জনতা, যাঁরা ঈশ্বরের রূপ, তাঁদের কাছে প্রার্থনা করি আমাকে আর্শিবাদ করুন ৷"