গোরক্ষপুর (উত্তরপ্রদেশ), 7 ডিসেম্বর : উত্তরপ্রদেশের মাটিতে দাঁড়িয়ে সমাজবাদীর পার্টির সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী ‘লাল টুপিওয়ালা’ ও ‘রেড অ্যালার্ট’কে এক সুতোয় গেঁথে অখিলেশ সিং যাদবের দলের সমালোচনা করেন (Modi attacks Samajwadi Party) ৷
এদিন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এক সরকারি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি তিনটি মেগা প্রজেক্টের সূচনা করেন ৷ তার মধ্যে অন্যতম এইমস ৷ আর দ্বিতীয়টি হল সার তৈরির কারখানা ৷
সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে নরেন্দ্র মোদি বলেন, ‘‘আজ গোটা উত্তরপ্রদেশ জানে যে যাঁরা লাল টুপি পরেন, তাঁরা আসলে লালবাতির কথা ভাবেন ৷ আর তাঁরা আপনাদের দুঃখ-কষ্ট নিয়ে চিন্তিত নন ৷’’ দুর্নীতি করার জন্য ও উত্তরপ্রদেশে মাফিয়া রাজ কায়েম করার জন্যই ক্ষমতায় আসতে চায় লাল টুপিওয়ালা ৷ এদিন এই অভিযোগও করেন মোদি ৷
তাঁর দাবি, জেল থেকে জঙ্গিদের মুক্ত করে দিতে চায় লাল টুপিওয়ালারা ৷ তাই উত্তরপ্রদেশের মানুষকে সতর্ক করার ভঙ্গিতে মোদি বলেন, ‘‘আপনাদের মনে রাখতে হবে যে যাঁরা লাল টুপি পরেন, তাঁরা উত্তরপ্রদেশের জন্য রেড অ্যালার্ট ৷’’ (PM Narendra Modi attacks Samajwadi Party says those wearing red caps are red alert for UP)