পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi attacks Samajwadi Party : লাল টুপিওয়ালারাই রেড অ্যালার্ট, যোগী রাজ্যে মোদির নিশানায় অখিলেশের দল - Latest News on Narendra Modi

মঙ্গলবার উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে সমাজবাদী পার্টিকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi attacks Samajwadi Party) ৷ বলেন, ‘‘উত্তরপ্রদেশের জন্য লাল টুপিওয়ালারাই রেড অ্যালার্ট ৷’’

pm narendra modi attacks samajwadi party says those wearing red caps are red alert for up
Modi attacks Samajwadi Party : লাল টুপিওয়ালারাই রেড অ্যালার্ট, যোগী রাজ্যে মোদির নিশানায় অখিলেশের দল

By

Published : Dec 7, 2021, 6:53 PM IST

গোরক্ষপুর (উত্তরপ্রদেশ), 7 ডিসেম্বর : উত্তরপ্রদেশের মাটিতে দাঁড়িয়ে সমাজবাদীর পার্টির সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী ‘লাল টুপিওয়ালা’ ও ‘রেড অ্যালার্ট’কে এক সুতোয় গেঁথে অখিলেশ সিং যাদবের দলের সমালোচনা করেন (Modi attacks Samajwadi Party) ৷

এদিন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এক সরকারি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি তিনটি মেগা প্রজেক্টের সূচনা করেন ৷ তার মধ্যে অন্যতম এইমস ৷ আর দ্বিতীয়টি হল সার তৈরির কারখানা ৷

সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে নরেন্দ্র মোদি বলেন, ‘‘আজ গোটা উত্তরপ্রদেশ জানে যে যাঁরা লাল টুপি পরেন, তাঁরা আসলে লালবাতির কথা ভাবেন ৷ আর তাঁরা আপনাদের দুঃখ-কষ্ট নিয়ে চিন্তিত নন ৷’’ দুর্নীতি করার জন্য ও উত্তরপ্রদেশে মাফিয়া রাজ কায়েম করার জন্যই ক্ষমতায় আসতে চায় লাল টুপিওয়ালা ৷ এদিন এই অভিযোগও করেন মোদি ৷

তাঁর দাবি, জেল থেকে জঙ্গিদের মুক্ত করে দিতে চায় লাল টুপিওয়ালারা ৷ তাই উত্তরপ্রদেশের মানুষকে সতর্ক করার ভঙ্গিতে মোদি বলেন, ‘‘আপনাদের মনে রাখতে হবে যে যাঁরা লাল টুপি পরেন, তাঁরা উত্তরপ্রদেশের জন্য রেড অ্যালার্ট ৷’’ (PM Narendra Modi attacks Samajwadi Party says those wearing red caps are red alert for UP)

এখানে উল্লেখ করা প্রয়োজন, সমাজবাদী পার্টির নেতারাই মাথায় লাল টুপি ব্যবহার করেন ৷ কয়েকমাস পরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022) ৷ তার আগে উত্তরপ্রদেশজুড়ে প্রচারে নেমেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ৷ সর্বত্রই তাঁকে লাল টুপি মাথায় দেখা যাচ্ছে ৷ তিনি বিভিন্ন প্রচার সভা থেকে বিজেপিকে হারানোর হুঁশিয়ারিও দিচ্ছেন তিনি ৷

প্রসঙ্গত, 2012 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অখিলেশ যাদব ৷ 2017 সালে তাঁর দল হেরে যায় ৷ জয় পায় বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ ৷

আরও পড়ুন :PM Modi is unhappy with BJP MPs : শিশুরাও বারবার ভুল করে না, সংসদে উপস্থিতি নিয়ে সতীর্থদের ধমক মোদির

এদিন প্রধানমন্ত্রীর সভা যে গোরক্ষপুরে হল, যোগী সেখানকার ঘরের ছেলে ৷ যোগীও সভায় উপস্থিত ছিলেন ৷ সভা থেকে সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে যোগী-জমানার ভূয়সী প্রশংসা করেন ৷

ABOUT THE AUTHOR

...view details