নিউইয়র্ক, 25 সেপ্টেম্বর : আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিকে কব্জা করার চেষ্টা করছে চিন ৷ গত কয়েক বছর ধরে এমন অভিযোগ বারবার উঠছে ৷ বিশেষ করে করোনা অতিমারি পরিস্থিতিতে রাষ্ট্রসঙ্ঘ-সহ একাধিক প্রতিষ্ঠানের ভূমিকাও প্রশ্নচিহ্নের মুখে পড়েছে ৷ এবার রাষ্ট্রসঙ্ঘকে ঘুরে দাঁড়িয়ে ফের শক্তিশালী হওয়া আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই কথা বলে তিনি বার্তা দিলেন চিনকেও ৷
শনিবার রাষ্ট্রসঙ্ঘের 76তম সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি একাধিক ইস্যু তুলে ধরেন ৷ তার মধ্যে অন্যতম ছিল রাষ্ট্রসঙ্ঘের মতো প্রতিষ্ঠানগুলির গুরুত্ব হারিয়ে ফেলার বিষয়টি ৷ তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন ৷
তাঁর কথায়, রাষ্ট্রসঙ্ঘকে এখনই শক্তিশালী করতে হবে ৷ আর সময় থাকতে থাকতেই এই কাজ শেষ করতে হবে ৷ না হলে এর গুরুত্ব থাকবে না ৷ এই বিষয়টি সহজ করে বোঝাতে তিনি চাণক্যর একটি শ্লোকও আওড়ান ৷ পরে বোঝাতে গিয়ে বলেন, ‘‘সঠিক সময় সঠিক কাজ না করলে সময় ওই কাজের সাফল্যকে শেষ করে দেয় ৷’’
তাই সময়মতো রাষ্ট্রসঙ্ঘের শক্তি ফিরিয়ে আনার কাজ করতে হবে ৷ এর জন্য নির্ভয়ে কাজ করার আহ্বান জানান তিনি ৷ তুলে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দু’টি লাইনও ৷