নয়াদিল্লি, 20 জুলাই:বাদল অধিবেশনের শুরুর আগে মণিপুর নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আমি দেশকে আশ্বস্ত করছি, কোনও অপরাধী ছাড় পাবে না ৷ আইন তার নিজের পথে চলবে ৷ মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে, তা ক্ষমার অযোগ্য ৷" এর আগে মণিপুর প্রসঙ্গে নীরব ছিলেন প্রধানমন্ত্রী ৷ এই প্রথম উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটিতে ঘটে চলা সন্ত্রাস নিয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী ৷
প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমি গভীরভাবে ব্যথিত ৷ রাগে ফেটে পড়ছি ৷" উল্লেখ্য, 3 মে থেকে মণিপুর অগ্নিগর্ভ হয়ে রয়েছে ৷ মেইতি আর কুকি দুই জনজাতির মধ্যে সংঘর্ষের জেরে একের পর এক হিংসার ঘটনা ঘটে চলেছে উত্তর-পূর্বের ছোট্ট এই রাজ্যটিতে ৷ সেই প্রথম দিন থেকে এ নিয়ে একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী ৷ এ নিয়ে তাঁকে বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ৷ অবশেষে বাদল অধিবেশনের শুরুর দিন এ নিয়ে সরব হলেন দেশের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: 'সরকার কিছু না করলে আমরাই পদক্ষেপ করব', মণিপুর নিয়ে কড়া অবস্থান দেশের প্রধান বিচারপতির
এরই মধ্যে বুধবার সংসদের বাদল অধিবেশনের ঠিক আগের দিন মণিপুরের দুই তরুণীর ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ৷ এই ভিডিয়োয় দেখানো হয়েছে, মণিপুরের দুই তরুণীকে নগ্ন অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য় করা হয়েছে ৷ তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে 4 মে ৷ এর প্রায় আড়াই মাস পরে এই ভিডিয়োটি প্রকাশ্যে আসে ৷ যদিও 14 মে এফআইআর দায়ের করা হয় ৷ কিন্তু অভিযোগ, এই ঘটনার বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করেনি ৷