টোকিয়ো, 23 মে : কোয়াড সম্মেলনে যোগ দিতে দু'দিনের জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার সকালে টোকিয়োতে নামে প্রধানমন্ত্রীর বিমান ৷ মোদিকে পেয়ে উচ্ছ্বসিত সেদেশের প্রবাসী ভারতীয়রা ৷ মুখে জয় শ্রী রাম ধ্বনি, হাতে প্ল্যাকার্ড ৷ বিশ্বের অন্যতম বন্দিত নেতাকে স্বাগত জানাতে সাজোসাজো রব উঠেছিল দ্বীপরাষ্ট্রে (PM Modi arrives in Japan to attend Quad summit) ৷
জাপানে মাত্র 40 ঘণ্টা থাকবেন মোদি । এর মধ্যে প্রায় 23টি কর্মসূচি সারবেন তিনি । প্রথম দিন জাপানের বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের প্রায় 30 জন সিইও এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপ-আলোচনা সারবেন প্রধানমন্ত্রী ৷ তবে কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবার । টোকিয়োতে কোয়াড সামিটে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার নব-নির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ । সেদিন চতুর্দেশীয় কোয়াড-এর বৈঠকই শুধু নয়, তিন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদি । তাতে শুধু রাশিয়া-ইউক্রেন নয়, উঠতে পারে চিনের প্রসঙ্গও ৷