পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্ট্র্যান্ড রোডের ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী, মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা - স্ট্র্যান্ড রোডের ঘটনায় প্রধানমন্ত্রী দফতরের তরফে ক্ষতিপূরণ

প্রধানমন্ত্রীর দফতরের তরফে মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা করে ও গুরুতর আহতদের জন্য 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷

Narendra Modi
নরেন্দ্র মোদি

By

Published : Mar 9, 2021, 8:38 AM IST

Updated : Mar 9, 2021, 9:12 AM IST

নয়াদিল্লি, 9 মার্চ : স্ট্র্যান্ড রোডে রেলের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ মৃত ও আহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে টুইটে লেখেন, "দুঃখজনক ঘটনা ৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানাই । আহতদের দ্রুত আরোগ্য কামন করি ৷"

প্রধানমন্ত্রীর দফতরের তরফে মৃতদের পরিবার পিছু দু'লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷ পাশাপাশি গুরুতর আহতদের জন্য 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷

সোমবার সন্ধ্যায় রেলের ওই বহুতলে আগুন লাগে ৷ প্রথমে আগুন লাগে 13 তলায় ৷ পরে তা ছড়িয়ে পড়ে 12 তলায় ৷ দমকলের 17 টি ইঞ্জিনের সাহায্যে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 ৷ জানা গেছে, মৃতদের মধ্যে দু'জন রেলকর্মী, চারজন দমকলকর্মী, একজন হেয়ার স্ট্রিট থানার এএসআই । বাকি দু'জনের নাম, পরিচয় এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন :স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃত 9, চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি জানিয়েছেন, ক্ষতিপূরণ ছাড়া মৃতদের পরিবার পিছু এক জনকে সরকারি চাকরিও দেওয়া হবে ।

Last Updated : Mar 9, 2021, 9:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details