পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi : ভারতে 500 কোটিরও বেশি কোভিড ভ্যাকসিন তৈরির প্রস্তুতি চলছে, জি-20 বৈঠকে জানালেন মোদি - Modi in G-20

বিশ্বে প্যানডেমিক মোকাবিলায় ভারত উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, বিশ্বের দরবারে সগর্বে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর মধ্যে 150টিরও বেশি দেশে ওষুধ পাঠিয়েছে ভারত ৷ আগামী বছর বিশ্বের জন্য আরও ভ্যাকসিন তৈরি করতে চলেছে এই দেশ, তাই হু ভারতের ভ্যাকসিনকে দ্রুত স্বীকৃতি দিক, জি-20 বৈঠকে সব নেতাদের জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

জি-20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী
জি-20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী

By

Published : Oct 31, 2021, 10:24 AM IST

Updated : Oct 31, 2021, 10:55 AM IST

রোম, 31 অক্টোবর : অতিমারি মোকাবিলায় ভারত আগামী বছর 500 কোটিরও বেশি কোভিড-19 ভ্যাকসিনের ডোজ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার রোমে জি-20 শীর্ষ সম্মেলনের প্রথম সেশনে তিনি একথা জানান উপস্থিত নেতাদের ৷ প্রথম সেশনে বিশ্ব অর্থনীতি ও বিশ্ব স্বাস্থ্যের উপর আলোচনা হয়েছে ৷ সেখানে প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi) বলেন, "ভারত বিশ্বের প্রতি তার দায়বদ্ধতা সম্পর্কে সব সময় সচেতন ৷ আজ, এই জি-20 প্ল্যাটফর্মে, আমি আপনাদের জানাতে চাই যে আসছে বছর ভারত বিশ্বের জন্য 500 কোটিরও বেশি ভ্যাকসিনের ডোজ উৎপাদনের তোড়জোড় নিচ্ছে ৷"

ভারতের কোভিড-19 ভ্যাকসিন সার্টিফিকেটকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নও তোলেন বৈঠকে ৷ তিনি বলেন, "ভারতের এই প্রতিশ্রুতি বিশ্বে কোভিড-19 সংক্রমণ প্রতিরোধকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ৷ তাই যত তাড়াতাড়ি সম্ভব ভারতে নির্মিত ভ্যাকসিনকে ছাড়পত্র দিক হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ৷" প্রধানমন্ত্রী এ নিয়ে একটি টুইটে লেখেন, "আমার বক্তৃতায় আমি কোভিড-19-এর বিরুদ্ধে বিশ্বের লড়াইয়ে ভারতের 'একটা পৃথিবী, এক স্বাস্থ্য' দৃষ্টিভঙ্গি এবং অবদানের উপর জোর দিয়েছি ৷ স্বাস্থ্য পরিষেবায় আরও উদ্ভাবন, বিশ্বজুড়ে সরবরাহের শৃঙ্খল ফেরানো প্রয়োজন এবং মানুষের ক্ষমতায়নে প্রযুক্তিকে শক্তিশালী করতে হবে ৷"

আরও পড়ুন : Narendra Modi in Vatican: মমতাকে আটকে রোমে পোপের সঙ্গে সাক্ষাৎ মোদির, নেপথ্যে গোয়ার রাজনীতি !

জি-20 বৈঠকে (G-20 Summit) বিশ্বের তাবড় নেতাদের মোদি জানিয়েছেন, ভারত বিশ্বে ওষুধ উৎপাদনের ভূমিকা পালন করছে ৷ ভারত 150টিরও বেশি দেশে ওষুধ পাঠিয়েছে ৷ পাশাপাশি, ভ্যাকসিন গবেষণা ও উৎপাদনেও ভারত পুরো শক্তি প্রয়োগ করেছে ৷ তিনিও এও উল্লেখ করেন খুব কম সময়ের মধ্যে ভারতে 100 কোটি ভ্যাকসিনের ডোজ় দেওয়া সম্পূর্ণ হয়েছে ৷ তিনি বলেন, "বিশ্বের জনসংখ্যার এক-ষষ্ঠাংশের সংক্রমণ নিয়ন্ত্রণ করে ভারত বিশ্বকে আরও সুরক্ষিত করেছে ৷ আর ভাইরাসের মিউটেশনের সম্ভাবনাও কমিয়েছে ৷"

কোভিড-19 প্যানডেমিকের ফলেই বিশ্ব বুঝতে পেরেছে যে একটা ভরসাযোগ্য সরবরাহ শৃঙ্খল (Reliable Supply Chain) প্রয়োজন ৷ এই পরিস্থিতিতে ভারত সেই যোগ্য উৎপাদক কেন্দ্র (Reliable Manufacturing Hub) হিসেবে উঠে এসেছে, বিশ্বের দরবারে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

অর্থনৈতিক উন্নয়নে ভারতকে একটি বিশ্বস্ত অংশীদার (Trusted Partner) হিসেবে দেখার জন্য জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে আবেদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার এবং সরবরাহ শৃঙ্খলে গতি আনতে ভারতকে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে গড়ে তুলতে পারে ৷" তিনি আরও জানান, এরকম বৈঠকে বিশ্বের নেতারা যখন ভারতের 'বিশ্বস্ত অংশীদারিত্বের' (Trusted Partner) ভূমিকা নিয়ে প্রশংসা করেন, তখন তিনি খুশি হন ৷ জি-20 বৈঠকে কর্পোরেট ট্যাক্স (Corporate Tax) সবচেয়ে কম 15% (15% minimum corporate tax) করার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "বিশ্বের অর্থনৈতিক পরিকাঠামোকে আরও 'স্বচ্ছ' করে তুলতে এই ন্যূনতম 15% কর্পোরেট ট্যাক্স একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে ৷ আমি নিজে 2014-র জি-20 বৈঠকে এই পরামর্শ দিয়েছিলাম ৷ আমি জি-20-কে ধন্যবাদ জানাচ্ছি ৷"

Last Updated : Oct 31, 2021, 10:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details