পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা পরিস্থিতি নিয়ে ফোনে কথা মোদি-বাইডেনের - Joe Biden

করোনা পরিস্থিতি নিয়ে ফোনে কথা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের৷ সোমবার রাতে দুই রাষ্ট্রনেতার মধ্যে ফোনে কথোপকথন হয় বলে জানা গিয়েছে৷ তবে দু’জনের মধ্যে ঠিক কী কথা হল, তা এখনও বিস্তারিত ভাবে জানা যায়নি৷

করোনা পরিস্থিতি নিয়ে ফোনে কথা মোদি-বাইডেনের
করোনা পরিস্থিতি নিয়ে ফোনে কথা মোদি-বাইডেনের

By

Published : Apr 26, 2021, 10:24 PM IST

Updated : Apr 26, 2021, 10:43 PM IST

নয়াদিল্লি, 26 এপ্রিল : করোনা পরিস্থিতি নিয়ে ফোনে কথা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ৷ সোমবার রাতে দুই রাষ্ট্রনেতার মধ্যে ফোনে কথোপকথন হয় বলে জানা গিয়েছে ৷

এখানে উল্লেখ করতেই হবে যে গত কয়েকদিন কোভিট টিকা তৈরির কাঁচামাল সরবরাহ সংক্রান্ত টানাপোড়েন নিয়েই ৷ যা চলছিল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ৷ সেই টানাপোড়েন অবশ্য শেষ হয়েছে ৷ ভারতকে ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পাঠানোর কথা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ তাই এই পরিস্থিতিতে দুই রাষ্ট্রপ্রধানের ফোনালাপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

পরে এই নিয়ে টুইট করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হল ৷ উভয় দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করলাম ৷ ভারতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য আমি প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ দিয়েছি ৷’’

অন্য একটি টুইটে মোদি লিখেছেন যে করোনার টিকার কাঁচামাল এবং ওষুধ সরবরাহ সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে ৷ মোদির বিশ্বাস, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত অংশীদারিত্ব করোনার বিরুদ্ধে সারা বিশ্বের চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবে ৷

আরও পড়ুন :আর মাত্র 48 ঘণ্টা, আমেরিকা থেকে ভারতে আসছে ভ্যাকসিনের ওষুধ, কাঁচামাল

সরকারি সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও এই পরিস্থিতিতে সব রকম ভাবে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷

Last Updated : Apr 26, 2021, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details