নয়াদিল্লি, 2 অক্টোবর:আজ জাতির জনক মহাত্মা গান্ধির জন্ম জয়ন্তী ৷ এই উপলক্ষে রাজঘাটে তাঁকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাষ্ট্রপতি মুর্মু মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানিয়ে এক্সে লিখেছেন, "গান্ধিজির মতে, যে দর্শন জীবনের জন্য উপযোগী নয় তা হল ধূলোর মতো প্রাণহীন । তাঁর কথায়, কাজে ও চিন্তায় ছিল পূর্ণ ঐক্য । এই কারণেই তাঁর কথা আজও আমাদের সবার জন্য প্রাসঙ্গিক ।"
প্রধানমন্ত্রীর কথায়, মহাত্মা গান্ধির প্রভাব বিশ্বব্যাপী ৷ গান্ধিজির স্বপ্ন পূরণের জন্য সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি । নরেন্দ্র মোদি তাঁর এক্স পোস্টে বলেন, "গান্ধি জয়ন্তীর বিশেষ দিনটি উপলক্ষে আমি মহাত্মা গান্ধিকে প্রণাম জানাই । তাঁর নিরন্তর শিক্ষা আমাদের পথকে আলোকিত করে চলেছে । মহাত্মা গান্ধির প্রভাব বিশ্বব্যাপী, সমগ্র মানবজাতিকে ঐক্য ও সহানুভূতির চেতনাকে আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত করে । আমরা যেন সবসময় তাঁর স্বপ্ন পূরণের জন্য কাজ করি । তাঁর চিন্তাভাবনা প্রতিটি তরুণকে সেই পরিবর্তনের এজেন্ট হতে অনুপ্রাণিত করে যা তিনি স্বপ্ন দেখেছিলেন, সর্বত্র ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করে ৷"
এর আগে আজ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে রাজঘাটে গান্ধিজিকে শ্রদ্ধা জানান । লোকসভার স্পিকার ওম বিড়লা এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর এলজি সাক্সেনাও গান্ধি জয়ন্তী উপলক্ষে রাজঘাটে মহাত্মা গান্ধির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন । রবিবার গান্ধি জয়ন্তীর প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নাগরিকদের তাঁর শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করে তাদের চিন্তা, বক্তৃতা এবং কর্মে তাঁর মূল্যবোধ এবং শিক্ষাগুলি অনুসরণ করার জন্য সকলের কাছে আবেদন করেছিলেন ।