নয়াদিল্লি, 14 এপ্রিল: আজ বিআর আম্বেদকরের 131তম জন্মবার্ষিকী ৷ আম্বেদকর জয়ন্তীতে প্রধানমন্ত্রী তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ৷ টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি লেখেন, "সংবিধানের স্থপতি বাবাসাহেব ভীমরাও রামজী আম্বেদকরের জন্মবার্ষিকীতে দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ৷" এর সঙ্গে তিনি বি আর আম্বেদকরকে নিয়ে একটি বার্তা পোস্ট করেছেন ৷ অন্যদিকে কীভাবে বাবাসাহেব সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের জন্য জীবন উৎসর্গ করেছেন সেকথা তুলে ধরেন প্রধানমন্ত্রী ।
আজ সারা দেশে দিনভর নানাবিধ কর্মসূচির মাধ্যমে বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত হবে ৷ তার মধ্যে অন্যতম হায়দরাবাদ ৷ শুক্রবার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বিআর আম্বেদকরের একটি মূর্তি উন্মোচন করবেন ৷ মূর্তিটির উচ্চতা 125 ফুট ৷ এই উপলক্ষ্যে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷
এ নিয়ে মন্ত্রিসভার সদস্য ও আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে ৷ সেই অনুযায়ী, আম্বেদকরের বিশাল মূর্তিটির উপরে হেলিকপ্টার থেকে ফুলের পাপড়ি ছড়িয়ে শ্রদ্ধা জানাবে তেলেঙ্গানা সরকার ৷ একটি নতুন সেক্রেটারিয়েট বিল্ডিং কমপ্লেক্সের উদ্বোধনের বিষয়টিও আলোচনা হয়েছে বৈঠকে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকরকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ এই বিশালাকার মূর্তিটি স্টেট সেক্রেটারিয়েটের পাশেই অবস্থিত ৷ এর উলটো দিকে আছে বুদ্ধ মূর্তি এবং তেলেঙ্গানা মারটিয়ার্স মেমোরিয়াল ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আম্বেদকরের এই মূর্তিটি প্রতিদিন মানুষকে উৎসাহ জোগাবে ৷ পাশাপাশি পুরো রাজ্য প্রশাসনকেও অনুপ্রাণিত করবে ৷
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এই মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর সমস্ত কাজ শেষ করতে দু'বছর সময় লেগেছে ৷ এই মূর্তিটি স্থপতি 98 বছর বয়সি রাম ভাঞ্জি সুতার ৷ পদ্ম ভূষণ সম্মানে ভূষিত শিল্পীকেও আজ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার ৷ তাঁকে সম্মান জানানো হবে ৷ 35 হাজারেরও বেশি মানুষ যাতে এই অনুষ্ঠান দেখতে পারেন, সেই অনুযায়ী বন্দোবস্ত করা হয়েছে ৷ প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে 300 জন মানুষ এই অনুষ্ঠানে হাজির থাকবেন বলে জানা গিয়েছে ৷ আমজনতার যাতায়াতের জন্য রাজ্য পরিবহণ সংস্থার প্রায় 750টি বাস চলাচল করবে আজ ৷
আরও পড়ুন: বিআর আম্বেদকরের 131তম জন্মবার্ষিকীতে 131 কেজির কেক