নয়াদিল্লি, 15 জানুয়ারি: রবিবার পোঙ্গল, মাঘ বিহু এবং মকর সংক্রান্তি উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেকে । বস্তুত কাল থেকেই উৎসেব মাতোয়ারা দেশ। গতকাল দেশের বিভিন্ন প্রান্তে ঘু়ড়ি উড়েছে । আর আজ সকাল থেকেই বাংলার ঘরে ঘরে তৈরি হচ্ছে পিঠে পুলি থেকে শুরু করে পায়েস-সহ আরও নানা লোভনীয় পদ ।
রাষ্ট্রপতি শুভেচ্ছা বার্তায় বলেন, "লহোরি, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং পোঙ্গলের শুভেচ্ছা সবাইকে । এই উৎসবগুলি বৈচিত্র্যের মধ্যে ভারতের ঐক্যের প্রতীক এবং আমাদের সংস্কৃতির বাহক । এই উৎসবগুলির মাধ্যমে সকল নাগরিক ভালোবাসা এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক ৷ সকলের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক সমস্ত উৎসবগুলি ।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা:প্রধানমন্ত্রী এই উৎসবগুলিকে নিয়ে বেশ কয়েকটি টুইটে করেন ৷ তিনি অসমিয়া, তামিল, তেলেগু ও ইংরেজি ভাষায় শুভেচ্ছা বার্তা দেন ৷ মোদি একটি টুইটে বলেন, "মাঘ বিহুর শুভেচ্ছা । আমি আশা করি এই উৎসব প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধনকে আরও দৃঢ় করবে এবং আনন্দের পরিবেশকে আরও বাড়িয়ে দেবে ৷" অপর একটি টুইটে তিনি বলেন, "পোঙ্গলের শুভেচ্ছা সবাইকে ৷ বিশেষ করে বিশ্বব্যাপী তামিল জনগণকে । এই উৎসবটি আমাদের জীবনে সুখ এবং ভালো স্বাস্থ্য নিয়ে আসুক । প্রধানমন্ত্রী মকর সংক্রান্তির শুভেচ্ছাও জানিয়েছেন ।