নয়াদিল্লি, 9 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি রবিবার সকলকে ইস্টারের শুভেচ্ছা জানালেন ৷ সমাজে সম্প্রীতি কামনা করে মোদি টুইটে লিখেছেন, "শুভ ইস্টার ৷ এই বিশেষ দিনটি আমাদের সমাজে সম্প্রীতির চেতনাকে আরও গভীর করুক । এই উপলক্ষটি মানুষকে সমাজের সেবা করতে এবং নিপীড়িতদের পাশে থেকে সহায়তা করতে অনুপ্রাণিত করুক । আমরা এই দিনে যিশু খ্রিস্টের ধার্মিক চিন্তাভাবনাকে স্মরণ করি ৷" রাহুল গান্ধি টুইটে সকলকে ইস্টারের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "ইস্টারে আপনাকে এবং আপনার প্রিয়জনকে আমার শুভেচ্ছা । এই আনন্দের উপলক্ষ সবার জন্য আশা, সুখ এবং সম্প্রীতির সূচনা করুক ।"
উল্লেখ্য, ইস্টার যিশু খ্রিস্টের গৌরবময় পুনরুত্থান স্মরণে পালিত হয় । দেশের বিভিন্ন গির্জায় মধ্যরাতে ইস্টারের প্রার্থনা হয় । গির্জাগুলি সুন্দর করে সেজে ওঠে এই সময় ৷ খ্রিস্ট সম্প্রদায়ের মানুষেরা গির্জাগুলিতে জড়ো হয় এবং ইস্টার উপলক্ষে প্রার্থনা করেন। ইস্টারের রাতে কোচির সাইরো-মালাবার চার্চের সদর দফতর মাউন্ট সেন্ট থমাসে প্রচুর লোক জড়ো হয়েছিল । সাইরো-মালাবার চার্চের প্রধান আর্চবিশপ কার্ডিনাল জর্জ অ্যালেনচেরি মধ্যরাতের প্রার্থনায় ভাষণ দেন ।