পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi Rahul Easter Greetings: সম্প্রীতির বার্তা দিয়ে ইস্টারের শুভেচ্ছা মোদি-রাহুলের - সম্প্রীতির বার্তা দিয়ে

দেশের বিভিন্ন গির্জায় মধ্যরাতে ইস্টারের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে । সুসজ্জিত গির্জাগুলিয় সকলে ইস্টার উপলক্ষে প্রার্থনা করেছে । আজ সম্প্রীতির বার্তা দিয়ে ইস্টারের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধি থেকে শুরু করে অনেকে ।

Modi Rahul Easter Greetings
ইস্টারের শুভেচ্ছা মোদি ও রাহুলের

By

Published : Apr 9, 2023, 11:19 AM IST

নয়াদিল্লি, 9 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি রবিবার সকলকে ইস্টারের শুভেচ্ছা জানালেন ৷ সমাজে সম্প্রীতি কামনা করে মোদি টুইটে লিখেছেন, "শুভ ইস্টার ৷ এই বিশেষ দিনটি আমাদের সমাজে সম্প্রীতির চেতনাকে আরও গভীর করুক । এই উপলক্ষটি মানুষকে সমাজের সেবা করতে এবং নিপীড়িতদের পাশে থেকে সহায়তা করতে অনুপ্রাণিত করুক । আমরা এই দিনে যিশু খ্রিস্টের ধার্মিক চিন্তাভাবনাকে স্মরণ করি ৷" রাহুল গান্ধি টুইটে সকলকে ইস্টারের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "ইস্টারে আপনাকে এবং আপনার প্রিয়জনকে আমার শুভেচ্ছা । এই আনন্দের উপলক্ষ সবার জন্য আশা, সুখ এবং সম্প্রীতির সূচনা করুক ।"

উল্লেখ্য, ইস্টার যিশু খ্রিস্টের গৌরবময় পুনরুত্থান স্মরণে পালিত হয় । দেশের বিভিন্ন গির্জায় মধ্যরাতে ইস্টারের প্রার্থনা হয় । গির্জাগুলি সুন্দর করে সেজে ওঠে এই সময় ৷ খ্রিস্ট সম্প্রদায়ের মানুষেরা গির্জাগুলিতে জড়ো হয় এবং ইস্টার উপলক্ষে প্রার্থনা করেন। ইস্টারের রাতে কোচির সাইরো-মালাবার চার্চের সদর দফতর মাউন্ট সেন্ট থমাসে প্রচুর লোক জড়ো হয়েছিল । সাইরো-মালাবার চার্চের প্রধান আর্চবিশপ কার্ডিনাল জর্জ অ্যালেনচেরি মধ্যরাতের প্রার্থনায় ভাষণ দেন ।

দিল্লির সেক্রেড হার্ট গির্জায়ও ইস্টারের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে । গির্জাটি আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে ৷ কমলা এবং লাল রঙের আভায় জ্বলজ্বল করছে গির্জাটি । ভক্তরাও মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন । অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার একটি গির্জায়ও ইস্টার উদযাপন করা হয়েছে । সেখানে ভক্তদের গির্জার ভিতরে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে দেখা গিয়েছে । গোয়ার একটি গির্জার ফাদার ওয়াল্টার ডি সা ইস্টার মোমবাতির তাৎপর্য ব্যাখ্যা করেছেন ।

তিনি বলেছেন, "আমরা যিশু খ্রিস্টের পুনরুত্থান উদযাপন করি । এই অনুষ্ঠানটি আমরা গভীর রাতে উদযাপন করি । নতুন আগুন আমাদের শুদ্ধিকরণ এবং জীবনের নতুনত্বের প্রতীক । এই নতুন আগুন দিয়ে আমরা মোমবাতিগুলি জ্বালাব ৷ এই মোমবাতিগুলি প্রভুর প্রতিনিধি ৷ যিশু বলেছেন, আমি পৃথিবীর আলো ।"

আরও পড়ুন:বিশেষভাবে সক্ষম বিজেপি কর্মীর সঙ্গে 'স্পেশাল সেলফি' মোদির

ABOUT THE AUTHOR

...view details